ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছেন ‘নতুন মেসি’ এচেভেরি তবে

গত নভেম্বরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করে আলোড়ন তুলেছিলেন ১৭ বছরের কিশোর ক্লাদিও এচেভেরি। এরপর থেকে আর্জেন্টিনার সেই কিশোরকে দলে পেতে আগ্রহ দেখায় ইউরোপের বেশ কয়েকটি ক্লাব। যদিও আগে থেকেই পিএসজি, চেলসি, ম্যানসিটি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবগুলোর চোখ ছিল 'নতুন মেসি' খ্যাত এচেভেরির দিকে।

এই লড়াইয়ে অবশ্য জিতেছে ম্যানচেস্টার সিটিই।

ইউরোপের গণমাধ্যমের খবর, রিভারপ্লেটের হয়ে খেলা এই কিশোরকে পেতে আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে সম্মতিতে পৌঁছেছে ম্যানসিটি। যদিও উভয়পক্ষই এখনো আনুষ্ঠানিক ভাবে বিষয়টি জানায়নি।

 

দলবদলের অন্যতম সক্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো বলছেন, ছয় বছরের চুক্তিতে এচেভেরিকে দলে টেনেছে ম্যানসিটি। তাকে দলে পেতে সিটিজেনদের খরচ করতে হচ্ছে ২২ মিলিয়ন ইউরো।

তবে এখনই ইংলিশ ক্লাবটিকে যোগ দিচ্ছেন না তিনি। রিভারপ্লেটের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি আছে এভেচেরির। চুক্তির মেয়াদ শেষ হলেই যোগ দিবেন ম্যানসিটিতে। 

 

২০১৭ সাল থেকে রিভারপ্লেটের একাডেমিতে আছে এচেভেরি।

চলতি মৌসুমে রিভারপ্লেটের জার্সিতে খেলেছেন পাঁচ ম্যাচ, যদিও কোনো গোল করতে পারেননি। তবে সবশেষ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখান এই অ্যাটাকিং মিডফিল্ডার। করেছিলেন পাঁচ গোল।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন