বিজয়ের আসন্ন সিনেমার পোস্টার প্রকাশ

থালাপতি বিজয়ের আসন্ন সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। বছরের শেষ দিনে প্রিয় তারকার পরবর্তী সিনেমার নাম ঘোষণায় বিজয় ভক্তদের নববর্ষ উদযাপন দ্বিগুণ হয়ে যায়। সিনেমাটির নাম, ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম।’ ৩১ ডিসেম্বর সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে।

আর ফার্স্ট লুক প্রকাশের একদিন পরেই নির্মাতারা সিনেমাটির একটি নতুন পোস্টার শেয়ার করেছেন।

 

বিজয় নতুন পোস্টারটি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। পোস্টারে অ্যাকশন লুকে দেখা যাচ্ছে বিজয়কে। এতে বিজয়কে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলেই অনুমান করা যাচ্ছে।

পোস্টারটি প্রকাশের পর থেকেই বিজয় ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। একের পর এক মন্তব্য করে জানাচ্ছেন নিজেদের অনুভূতি। সিনেমার নাম উল্লেখ করে কেউ বলছেন, “বিজয় সত্যিই ‘গ্রেটেস্ট অফ অল টাইম’, সেরার সেরা।” কেউ কেউ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তাঁর আসন্ন সিনেমার জন্য শুভকামনাও জানাচ্ছেন।

 

 

1

ভেঙ্কট প্রভু পরিচালিত এবং অর্চনা কালপাথি প্রযোজিত ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ নির্মাণের ঘোষণা হয়েছিল আগেই। বেশ অনেকটা সময় ধরেই সিনেমাটির জন্য অপেক্ষা করছিলেন বিজয় ভক্তরা। ৩১ ডিসেম্বর সিনেমাটির প্রযোজক অর্চনা কালপাথি এক্সে (পূর্বে টুইটার) সিনেমাটির ফার্স্ট লুক শেয়ার করেন। ফার্স্ট লুকের পাশাপাশি সিনেমার শিরোনামও প্রকাশ করা হয়েছে। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের থালাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ।

 

বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগারাজ পরিচালিত ‘লিও’তে। লিও এ বছর দক্ষিণের সর্বাধিক আয় করা চলচ্চিত্র। বিশ্বব্যাপী ৬০০ কোটির বেশি আয় করে নিয়েছে এটি। বিজয়ের সঙ্গে লিও’তে আরো অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত,  অর্জুন সারজা, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলী খান, স্যান্ডি ও মাইস্কিন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন