মা হওয়ার পর গত বছর বড় পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। একদিকে তাঁর জীবনে স্বামী-সন্তান, অন্যদিকে অভিনয়। দুই দিক সামলে গেল বছরটা খারাপ কাটেনি সোনমের। ছেলের জন্মের পর থেকে নিজেকে গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে অনেকটাই সরিয়ে নিয়েছেন তিনি।
আনন্দ আহুজাকে বিয়ে করার পর থেকেই কাজ কমিয়েছিলেন। ২০২৩ সালটা কেমন কাটিয়েছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে এক পোস্টে সেই অভিজ্ঞতাই শেয়ার করলেন তিনি। সোনম কাপুর জানান, ‘২০২৩ তাঁর কাছে রোলার কোস্টার রাইড ছিল’।
এ কথা বলার কারণও জানালেন তিনি।
২০২২ সালে আগস্ট মাসে নরমাল ডেলিভারির মাধ্যমেই ছেলে বায়ুর জন্ম দেন সোনম। ইংল্যান্ড থেকে ছেলে হওয়ার আগেই চলে এসেছিলেন ভারতে। ২০২৩ সালের স্মৃতিচারণা করে সোনম লিখলেন, ‘এটা বুঝতে শিখিয়েছে যে আমরা এখন মা-বাবা।
আমাদের আনন্দ, কষ্ট, উদ্বেগ সবই সন্তানকে ঘিরে। শারীরিক, মানসিক, আধ্যাত্মিকভাবেও অনেক পরিবর্তন এসেছে আমার মধ্যে। এটা মেনে নেওয়া যেমন কষ্টকর, তেমন উচ্ছ্বাসেরও।’
সঙ্গে সোনম আরো জানান, গত বছর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর স্বামী আনন্দ আহুজা। সোনম নিজের পোস্টে লিখেছেন, ‘আমার স্বামী খুব অসুস্থ ছিল।
ডাক্তাররা কোনো রোগও ধরতে পারছিল না। অবশেষে ডাক্তাররা বিষয়টা বুঝতে পারে, ও সুস্থ হয়ে ওঠে ।’
তিনি আরো লিখেছেন, ‘আবার কাজ শুরু করা, আমার স্বামীকে ওর কাজে সাহায্য করা, ওর সাফল্য স্বচক্ষে দেখা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, এসব নিয়ে রোলার কোস্টার ছিল ২০২৩ সাল।’ পোস্টের সঙ্গে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি।
সোনমকে শেষ দেখা গেছে ওটিটির পর্দায়। জিও সিনেমার ‘ব্লাইন্ড’ ছবিতে তিনি এক অন্ধ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। সোম মাখিজা পরিচালিত এই থ্রিলারধর্মী ছবিতে সোনম ছাড়া আছেন পূরব কোহলি, বিনয় পাঠক ও লিলেটে দুবে। সোনমকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল দক্ষিণি নায়ক দুলকার সালমানের সঙ্গে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন