শিক্ষা ও আর্ত মানবতার সেবায় নিয়োজিত বৃহত্তর সিলেটের খ্যাতিমান সংগঠন ‘নবদূত’ সামাজিক ফোরামর পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারে) সকাল ১০ টায় সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের পিটাগঞ্জ বাজারস্থ আনোয়ারুল উলুম মাদ্রাসায় প্রায় ৩০০ শতাদিক ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মাদ্রাসার মুহতামীম হাফিজ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও ফোরামের চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আহাদ মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হাটখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুবাশ্বির আলী, সমাজ সেবক ও সালিশ ব্যক্তিত্ব মো. লাল মিয়া, মুরব্বি হাফিজ আবদুল্লাহ, মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা কুতুব উদ্দিন, ফোরামের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মুহাদ্দিস মওলানা হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জাহিদ আহমদ। ইসলামী সংগীত পরিবেশন করেন মুহাম্মদ আলী। শেষে মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন