নিউক্যাসলের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ে নতুন বছর শুরু করল লিভারপুল। অ্যানফিল্ডে ২০২৩ সালে নিজেদের প্রথম ম্যাচে ইয়ুর্গেন ক্লপের দল ৪-২ ব্যবধানে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন শক্তি নিউক্যাসল ইউনাইটেডকে।
নিজ মাঠে লিভারপুলের এই বড় জয়ের অন্যতম রূপকার মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহ। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন তিনি।
হতে পারত হ্যাটট্রিকও। খেলার শুরুর দিকে পেনাল্টি পেয়েছিল লিভারপুল। ২০ মিনিটে পাওয়া ওই স্পট কিকে বাঁ পায়ে শট নিয়ে গোল করতে পারেননি মিসরীয় ফরোয়ার্ড। ম্যাচ শেষে লিভারপুলের জয়ে সেই সালাহই অবশ্য নায়ক।
খেলার শুরুর দিকে স্পট কিক মিস করলেও দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকেও গোল করেছেন তিনি।
মাঝ বিরতির পর খেলা শুরু হলে সালাহর গোলেই প্রথমবার এগিয়ে যায় লিভারপুল। ডারউইন নুনেজের অ্যাসিস্টে ডান পায়ের শটে খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেছেন তিনি। তাদের উচ্ছ্বাস মিলিয়েও যায় দ্রুত।
তিন মিনিট পর নিউক্যাসলের হয়ে সমতা ফেরান আলেকজান্ডার ইসাক।
অ্যানফিল্ডের রোমাঞ্চকর লড়াইয়ে এরপর চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে লিভারপুল। ৭৪ মিনিটে কার্টিস জোনসের অলরেডদের দ্বিতীয়বার এগিয়ে নেওয়ার মিনিট চারেক পর কোডি গ্যাকপোর গোলে স্কোর হয় ৩-১। নিউক্যাসলও দমে যায়নি। মিনিট তিনেক পর সভেন বোটম্যানের গোলে বরং ম্যাচটা জমিয়েও তুলেছিল ম্যাগপাইরা (৩-২)।
এই সময়ে বেশ খ্যাপাটে খেলায় হয়েছে অ্যানফিল্ডে। ১২ মিনিটের ব্যবধানে গোল হয়েছে পাঁচটি।
এই উৎসবে শামিল হন সালাহও। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোর ৪-২ করেন মিসরীয় ফরোয়ার্ড। প্রথমার্ধে মিসের পাপমোচন করেন তিনি জোড়া গোলে। কোডি গ্যাকপোর গোলটির অ্যাসিস্টও করেছেন সালাহ। প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ১৫০ গোলের মাইলফলকও তাতে ছুঁয়েছেন সালাহ। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের সমান ১৪ গোল এখন তাঁর। যৌথভাবে সর্বোচ্চ আটটি অ্যাসিস্টও এই মিসরীয় ফরোয়ার্ডের।
নতুন বছরের প্রথম ম্যাচ জিতে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় অ্যাস্টন ভিলার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে গেছে লিভারপুল। ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থেকে ছুটিতে গেল অলরেডরা। দিকে ২৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে নিউক্যাসল।
ম্যাগপাইদের হারিয়ে স্বভাবত খুব খুশি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘স্পেশাল ম্যাচ! স্পেশাল রাত! অসাধারণ একটা ম্যাচ খেলেছে আমার দল। আমরা সত্যিই দারুণ শুরু করেছিলাম। অসাধারণ ম্যাচ।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন