‘চায়না নিউ ইয়ার কনসার্ট’-এ গাইলেন তাহসান ও চিরকুট

বছরের প্রথম দিনের কনসার্টে অংশ নিয়েছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান ও ব্যান্ডদল চিরকুট। গতকাল সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘হ্যালো চায়না নিউ ইয়ার কনসার্ট’। সেখানেই গান পরিবেশন করেছেন তাঁরা।

একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সিএমজি বাংলাদেশের চীনা রেডিও সম্প্রচারের ৫৫তম বার্ষিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স, বাংলাদেশ চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি জাং জিয়াও লিয়াং,  সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দি জুমে বক্তব্য দিয়েছেন। আরো উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী প্রমুখ।

 

‘হ্যালো চায়না নিউ ইয়ার কনসার্ট’-এ প্রথমেই মঞ্চে গান নিয়ে হাজির হয় ব্যান্ডদল চিরকুট।

মঞ্চে তারা নিজেদের ‘জাদুর শহর’, ‘কানামাছি’, ‘আহারে জীবন’, ‘লালে লাল’সহ কয়েকটি গান পরিবেশন করে। এ ছাড়া চীনা ভাষায় গান পরিবেশন করেন তারা।

 

চিরকুটের পরেই মঞ্চে আসেন তাহসান। তিনিও একটি চীনা গান পরিবেশন করেন এদিন।

পাশাপাশি নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান তিনি। গানের ফাঁকে উপস্থিত চীনা নাগরিকদের কাছে জানতে চান তাদের ভাষায় কিভাবে নববর্ষের শুভেচ্ছা জানাবেন। চীনা নাগরিকরাও সেটি বলে দেন এবং তাহসান সেই ভাষায়ই তাদের শুভেচ্ছা জানান।

 

এ ছাড়া তাহসান জানিয়েছেন, তাঁর গান গাওয়ার দুটি কারণ রয়েছে। কারণ দুটি হলো- শ্রোতাদের হৃদয়ের ভেতরে ছুঁয়ে যেতে অথবা একটু আনন্দ দিতে।

 

পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাফসান সাবাব এবং সিএমজির পক্ষ থেকে তাকে সহযোগিতা করেন আফরিন মিম ও এ্যানি। অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন মাসুদ মিয়া এবং গৌরব সরকার। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন