জাপানে ভূমিকম্পের সময় ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন জুনিয়র এনটিআর

নতুন বছরের প্রথম দিন জাপানের মধ্যাঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গতকাল প্রায় দেড় ঘণ্টার মধ্যে অন্তত ২০ বার ভূমিকম্প হয়েছে জাপানে। সে সময় জাপানেই অবস্থান করছিলেন দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর।

জাপানে প্রাকৃতিক বিপর্যয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীরা তাঁকে নিয়ে চিন্তায় পড়ে যান।

তবে সকলকে চিন্তামুক্ত করেছেন অভিনেতা নিজেই। দেশে ফিরেছেন অভিনেতা। সে কথা নিজের ‘এক্স’ প্রফাইলে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি।

 

জুনিয়র এনটিআর লিখেছেন, ‘জাপান থেকে নিরাপদে দেশে ফিরে এসেছি।

গত এক সপ্তাহ পুরোটাই জাপানে ছিলাম। যে ভয়াবহ ভূমিকম্পের মুখে পড়লাম তাতে সত্যিই আমি ভয় পেয়েছিলাম। সুনামি এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকল জাপানবাসীর জন্য আমার সহানুভূতি রইল। খুব তাড়াতাড়ি পরিস্থিতির মোকাবেলা হোক, এটাই আশা রাখব।

 

২০২২ সালে ‘আরআরআর’ ছবিটির প্রচারের জন্য জাপানে গিয়েছিলেন তিনি। সেখানে জুনিয়র এনটিআরের অনুরাগীর সংখ্যাও কম নয়। ‘আরআরআর’ দিয়ে বিশ্ব কাঁপানোর পর দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর দর্শকদের উপহার দিতে চলেছেন তাঁর পরবর্তী ছবি ‘দেবারা’। এই ছবির পোস্টার ইতিমধ্যে ঝড় তুলেছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন