ইউনূসকে দোষী করা বিপর্যস্ত মানবাধিকারের প্রতীক : অ্যামনেস্টি

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সাজার রায়ের নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে বলা হয়েছে, ‘ইউনূসের দোষী সাব্যস্ত হওয়াটা বাংলাদেশের মানবাধিকারের বিপর্যস্ত অবস্থার প্রতীক। কর্তৃপক্ষ স্বাধীনতা খর্ব করে সমালোচকদের দমন করেছে।’

পোস্টে আরো বলা হয়েছে, ‘মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অস্বাভাবিক গতিতে বিচার সম্পন্ন হয়েছে।

এটি বাংলাদেশের অন্যান্য শ্রম অধিকার সম্পর্কিত মামলার অগ্রগতির সম্পূর্ণ বিপরীত।’

 

গতকাল সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূসসহ চারজনের ছয় মাসের কারাদণ্ডের রায় দেন আদালত। তবে জেলে পাঠানো হয়নি। ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের মধ্যে আপিলের শর্তে তাদের জামিন দেওয়া হয়েছে।

 

অ্যামনেস্টি বলেছে, ‘রাজনৈতিক প্রতিহিংসা নিষ্পত্তির জন্য শ্রম আইন ও বিচারব্যবস্থার অপব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বাস করে যে মুহাম্মদ ইউনূস এবং তাঁর সহকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করা শ্রম আইন ও বিচারব্যবস্থার চরম অপব্যবহার। একই সঙ্গে এই সাজা তাঁর (ইউনূস) কাজ এবং ভিন্নমতের জন্য রাজনৈতিক প্রতিশোধের একটি রূপ।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন