সিলেটে নৌকার সভায় বিএনপি নেতা, যে সিদ্ধান্ত নিল দল !

আওয়ামী লীগ প্রার্থীর উঠান বৈঠকে যোগ দিয়ে বিএনপির সকল পর্যায়ের পদ হারালেন সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী। 

 

 

 

 

আজ মঙ্গলবার (২ জানিয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  তার বিরুদ্ধে এ বহিষ্কারাদেশ আসে।

 

 


 
বিএনপি সূত্র জানায়, সম্প্রতি সিলেট-৫ আসনের আওয়ামী লীগের পার্থী মাসুক উদ্দিন আহমদের নির্বাচনী এক উঠান বৈঠক হয় উপজেলার বারহাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে। ওই বৈঠকের মঞ্চে প্রার্থী মাসুক উদ্দিন যখন বক্তৃতা করছিলেন তখন বিএনপি নেতা তোফায়েল মঞ্চের সর্ব ডান পাশে বসা ছিলেন। আর এই ছবি ফেসবুকে ভাইরাল হতে থাকে। দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা সেই ছবি ফেসবুকে আপলোড দিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

 

 

মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  বলা হয়-দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনিদ্রিষ্ট অভিযোগের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তোফায়েল চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

 

 

 

এদিকে এ বহিষ্কার আদেশ আসার পর থেকে দলের নেতাকর্মীরা হাইকমান্ডের তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়ায় সময়ের সেরা সিদ্ধান্ত বলে ফেসবুকে অনেককেই পোষ্ট করতে গেছে।  

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন