গাজায় আটকে পড়েছে ইহুদিবাদী সৈন্যরা, লক্ষ্য অর্জনে ব্যর্থ

gbn

ইসরাইলের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইৎজাক বারিক মন্তব্য করেছেন যে, গাজা উপত্যকায় ইসরাইলের সৈন্যরা আটকে পড়েছে এবং তারা হামাসকে ধ্বংস করার মতো অবাস্তব লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।

ইসরাইলের মারিভ পত্রিকায় গতকাল (সোমবার) এক কলামে তিনি এই কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরাইল একটি “দুষ্ট চক্রের” মধ্যে আটকা পড়েছে এবং “যুদ্ধক্ষেত্রের তথ্য” উপেক্ষা করার জন্য এবং কল্পনার জগতে বাস করার জন্য সরকারকে নিন্দা করেছেন।

কলামে জেনারেল বারিক বলেন, “যতই দিন যাচ্ছে ততই আমরা যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন থেকে পিছিয়ে পড়ছি, হামাসকে নির্মূল করা সম্ভব হচ্ছে না এবং গাজা থেকে বন্দিদেরও মুক্ত করা যাচ্ছে না। আমরা দিন দিন গাজার কাদায় আরো বেশি ডুবে যাচ্ছি।”

জেনারেল বারিকের মতে, রাফায় হামাসের রাজত্ব ধ্বংস এবং টানেলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ার অর্থই হচ্ছে নেতানিয়াহু সরকার হামাসকে নির্মূলের যে লক্ষ্য ঠিক করেছিল তা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে যুদ্ধ অব্যাহত রাখার মধ্য দিয়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন