নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সিলেট-৫ আসনের জাপা’র প্রার্থী

সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী সাব্বির আহমদ। বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।


সাব্বিরের অভিযোগ- নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই।

 

 

 

লিখিত বক্তব্যে তিনি বলেন- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি সরকার এবং নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে দিয়েছিলো। কিন্তু আমরা নির্বাচনি মাঠে এমন কোনো পরিবেশ পাচ্ছি না।  তাই নির্বাচন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। 


সাব্বির আরো বলেন- গত ৩০ ডিসেম্বর সিলেট সার্কিট হাউসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতমিবিময় কালে আমিসহ সিলেটের অনেক প্রার্থী বিষয়টি তুলে ধরি। কিন্তু সিইসি আবারও একই প্রতিশ্রুতি দিলেও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি না হওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

 


এদিকে, সাব্বিরসহ সিলেট বিভাগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা’র ৩ প্রার্থী।


বাকিরা হলেন- লাঙ্গল প্রতীকের হবিগঞ্জ-২ আসনের প্রার্থী শংকর পাল ও  সুনামগঞ্জ-১ আসনের আব্দুল মান্নান তালুকদার।


তবে শংকর ও মান্নানের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অভিযোগ হলো- নির্বাচনি ব্যয় বহন করার ক্ষেত্রে তাদেরকে দলীয়ভাবে কোনো সহযোগিতা করা হচ্ছে না, তাই তারা ভোট বয়কট করেছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন