ভারতের ফুটবলে কিংসের ঝাঁকুনি

হুয়ান ফেরান্দোকে চাকরিটাই হারাতে হলো। অথচ কি দারুণভাবেই না মৌসুমটা শুরু করেছিলেন তিনি। পেছনে ভারতীয় সুপার লিগ জয়ের সুখ স্মৃতি, প্রাক মৌসুম শেষ করেছেন ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে। এরপর এএফসি কাপ আর নতুন আইএসএল মৌসুমেও চলছিল মোহনবাগান সুপার জায়ান্টের জয় যাত্রা।

 

গত ৭ নভেম্বর বসুন্ধরা কিংসের মাঠে যখন খেলতে আসে ফেরান্দোর দল তখন আইএসএলে টানা চার ম্যাচে চার জয় তাদের। এর মধ্যে এএফসি কাপে ওড়িশাকে উড়িয়ে দিয়েছে ৪-০ তে, জিতেছে মাজিয়ার বিপক্ষেও। কিন্ত কিংস অ্যারেনায় সেই মোহন বাগান দেখল মুদ্রার অন্য পিঠ। আর তাদের সেটা দেখালো বসুন্ধরা কিংস ২-১ গোলে হারিয়ে।

মৌসুমের প্রথম সেই হার মোহনবাগানের, বাংলাদেশে এসে বাংলাদেশ চ্যাম্পিয়নদের কাছে। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ফেরান্দোর দল সেই যে পথ হারালো গতকাল স্প্যানিশ কোচের চাকরিচ্যুতিতে তাঁর সমাপ্তি।

 

কিংসের কাছে ঐ হারের পর মোহনবাগান যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল, নইলে ওড়িশার মাঠে যারা ৪-০ তে জিতে আসে তারা ঘরের মাঠে পরের দেখায় কেন সেই দলের কাছেই হারবে ৫-২ ব্যবধানে। আর সেই হারেই এই মৌসুমে কলকাতার জায়ান্টদের এশিয়ান অভিযাণ শেষ হয়ে গিয়েছিল।

আইএসএলে গিয়েও তারা নিজেদের ফেরাতে না পারায় অবশেষে চাকরিই হারাতে হলো ফেরান্দোকে। পুরোনো আন্তোনিও হাবাসকে তারা ফিরিয়েছে।

 

কিংসের দেয়া সেই ঝাঁকুনি থেমে গেছে বললে ভুল হবে। সেটি বরং এখন টের পাচ্ছেন জাতীয় দলের কোচ ইগর স্তিমাচ। জাতীয় দলের ৬ জন খেলোয়াড় মোহনবাগানের।

এশিয়ান কাপ মিশন শুরুর আগে স্তিমাচ সেই বাগান খেলোয়াড়দের নিয়ে ভাবনায়। জানিয়েছেন, তাঁর বড় চ্যালেঞ্জ এখন বাজে ফর্মের মধ্যে দিয়ে যাওয়া সেই খেলোয়াড়দের মনোবল আগে ফিরিয়ে আনা। অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার গ্রুপে ভারত সেই ঝাঁকুনি কতটা কাটিয়ে উঠতে পারে এখন সেটিই দেখার।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন