গেঞ্জি-হাফপ্যান্ট পরে বিয়ে করতে এসেছেন আমির জামাতা

গতকাল বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা খান ও তাঁর জিম ট্রেনার প্রেমিক নূপুর শিখরে। মুম্বাইয়েই বসেছিল তাঁদের বিয়ের আসর। আমিরের প্রথম স্ত্রী রিনার বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হলো। বিয়েতে সাবেকি সাজই বেছে নিয়েছিলেন ইরা।

যদিও আর পাঁচজন কনের মতো লেহেঙ্গা বা শাড়ি পরেননি আমিরকন্যা। ইরার পরনে ছিল নীল ও গোলাপির কম্বিনেশনে তৈরি ডিজাইনার পোশাক। তবে ইরার স্বামী নূপুর শিখরের সাজে ছিল অন্য চমক। শেরওয়ানি, পঞ্জাবি নয়—কালো রঙের গেঞ্জি ও সাদা হাফপ্যান্ট পরে বিয়ের মঞ্চে এসে উঠলেন তিনি!

 

ইরা ও নূপুরের বিয়ের ছবি ও ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই নূপুরের সাজপোশাক নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা।

নূপুরের সাজ দেখে অবাক সবাই। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কেন কালো টি-শার্ট আর হাফপ্যান্ট পরে বিয়ের আসরে এসেছিলেন বর। আসলে প্রায় আট কিলোমিটার দৌড়ে ইরাকে বিয়ে করতে আসেন নুপূর। রেজিস্ট্রি বিয়ে হয়েছে তাঁদের।

আর স্বাক্ষর করার সময় স্যান্ডো গেঞ্জিই পরে ছিলেন নুপূর।

 

তবে কিছুক্ষণ পর নেটাগরিকদের কৌতূহল নিরসন করার উদ্যোগ নিলেন ইরা নিজেই। একটি ভিডিওতে ইরাকে বলতে শোনা যায়, স্বাক্ষর করা শেষ, এবার নূপুর গোসল করতে যাবে! ঠিক তার পরেই নূপুর নীল রঙের শেরওয়ানিতে সেজে অতিথিদের সামনে এসে হাজির হলেন।

আপাতত রেজিস্ট্রি করেই বিয়ে করেছেন এই জুটি। এরপর আগামী ৮ জানুয়ারি উদয়পুরে হবে জমকালো বিয়ের অনুষ্ঠান।

আর বউভাত হবে ১৩ জানুয়ারি, সেটা অবশ্য মুম্বাইয়েই। সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের তারকারাও।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন