প্রযোজক লিথগোর বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা করলেন আরো দুই নারী

একের এক বিতর্কে জড়িয়ে কোনঠাসা আমেরিকান আইডলের সাবেক প্রযোজক নাইজেল লিথগো। সম্প্রতি মার্কিন গায়িকা ও রিয়্যালিটি শো বিচারক পলা আব্দুল প্রযোজক লিথগোর বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা করেছেন। এবার আরো দুই সাবেক প্রতিযোগী অভিযোগ এনে মামলা করলেন তাঁর বিরুদ্ধে। ২০০৩ সালের ‘অল আমেরিকান গার্লস’-এর দুই প্রতিযোগী এই অভিযোগ দায়ের করেছেন।

 

মঙ্গলবার, উভয় নারী লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র কোর্টে লিথগো এবং একটি নামহীন প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

টিএমজেড-এর প্রতিবেদন অনুসারে, মামলায় উল্লেখ করা হয়েছে যে লিথগো প্রায়ই প্রতিযোগীদের সাথে যোগাযোগ করতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে সেট এবং ড্রেসিংরুমের চারপাশে হেঁটে বেড়াতেন। নাচের পোশাক পরিহিত বাদী এবং অন্যান্য প্রতিযোগীদের নিতম্বে চেপে ধরতেন তিনি। নিজেদের অভিযোগে নারীরা দাবি করেন যে লিথগোর আচরণ প্রকাশ্যেই মেনে নিতো সবাই।

কারণ কর্মচারী, ঠিকাদার, প্রতিনিধি এবং এজেন্টরা এসব ঘটতে দেখেছিল কিন্তু তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বা নিন্দা জানানোর মতো কিছু করেননি তারা। 

 

মামলায় বলা হয়েছে যে লস অ্যাঞ্জেলেসে ২০০৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত চিত্রগ্রহণ চলছিল। লিথগো চিত্রগ্রহণ শেষে নারীদের কাছ থেকে অবাঞ্ছিত যৌন সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। লিথগো একজন নারীর প্রতি আগ্রহ দেখিয়েছিলেন এবং পার্টির পরে তাঁর গাড়িতে চড়ে স্টুডিওতে ফিরে যাওয়ার জন্য জোর করছিলেন।

মামলা অনুসারে, অন্য নারী এটি দেখেছিলেন এবং তাঁর সহকর্মীকে একা না ছাড়ার সিদ্ধান্ত নেন। প্রাক্তন আমেরিকান আইডল প্রযোজক উভয় নারীকে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে নিয়ে গিয়েছিলেন, যেখানে তারা তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করা হয়েছে মামলায়। সেখানে উভয় নারীকে শারীরিকভাবে হেনস্থাও করেছিলেন তিনি।

 

সম্প্রতি মার্কিন গায়িকা পলা আব্দুল যৌন হয়রানির অভিযোগ এনেছেন প্রযোজক নাইজেল লিথগোর বিরুদ্ধে। নাইজেল লিথগোর বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছেন গায়িকা।

এরপর থেকেই শিরোনামে ওঠে আসেন লিথগো। তবে পলার মামলার নথি প্রকাশের একদিন পরই পলার অভিযোগ অস্বীকার করেছেন নাইজেল লিথগো।

 

আমেরিকান আইডলের প্রাক্তন নির্বাহী প্রযোজক নাইজেল (৭৪) শনিবার টিএমজেডের মাধ্যমে একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি পলার অভিযোগগুলিকে মিথ্যা এবং গভীর আক্রমণাত্মক বলে দাবি করেছেন। তিনি আদালতে নিজেকে নির্দোষ প্রমাণের পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন। তবে এরইমধ্যে আরো দুই নারী অভিযোগ করে বসলেন প্রযোজকের বিরুদ্ধে। নতুন এই অভিযোগ প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেননি প্রযোজক নাইজেল লিথগো কিংবা তাঁর আইনজীবীরা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন