বিলাওয়ালকে প্রধানমন্ত্রী প্রার্থী করল পিপিপি

gbn

পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে দেশটির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

পিপিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (সিইসি) গত বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে। একই দিন লাহোরে বিলাওয়াল হাউসে সিইসির প্রতিনিধিরা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য দলের প্রচারণা নিয়ে আলোচনা করতে বৈঠক করেন।

এবারের নির্বাচনে বিলাওয়াল লাহোরের এনএ-১২৭ (আসন) থেকে লড়ছেন। সেখানে তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শায়েস্তা পারভেজ মালিক এবং পিটিআই সমর্থিত এক প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

পিপিপির সিইসির এই বৈঠকে দলের নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা হয়েছে। ইশতেহারে যুব ও নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া আসিফ আলী জারদারি ও বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করেছে সিইসি। 

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন