বিদায় বেলাটা বিষাদমাখা হয়। ডেভিড ওয়ার্নারের বিদায়ি টেস্টে আড়ালে সেই সুরটা ঠিকই ছিল। তবে মাঠে ছিল উৎসবের আমেজ। সিডনি ক্রিকেট গ্রাউন্ড ঘরের ছেলেকে বিদায় জানাতে আনন্দঘন এক মঞ্চই তৈরি করে রেখেছিল।
আর তা ছিল পাকিস্তানের বিপক্ষে ৩-০-তে সিরিজ জয়।
আগের দিনই সেই মঞ্চটা অনেকটা তৈরি হয়ে গিয়েছিল। জস হ্যাজলউডের বোলিং তোপে পাকিস্তান ৬৮ রানেই ৭ উইকেট হারিয়ে ফেললে অস্ট্রেলিয়া জয়ের সুবাস পায়। আজ সেই পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দিয়ে ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিকরা।
এদিন ১১৫ রানে অল আউট পাকিস্তান। হ্যাজলউড ৪ আর নাথান লায়ন নিয়েছেন ৩ উইকেট। ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া।
ওয়ার্নারের বিদায়টা হয়েছে ব্যাট হাতেই।
শেষ ইনিংসে অর্ধশতক পেরিয়ে ৫৭ রানে আউট হয়েছেন তিনি, জয় থেকে আর মাত্র ১১ রান দূরে থাকতে। মার্নাস লাবুশানে অপরাজিত ছিলেন ৬২ রানে, ৪ রানে স্টিভেন স্মিথ।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন