মার্কিন প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন হাসপাতালে

gbn

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন চলতি সপ্তাহের প্রথমদিকে হাসপাতালে ভর্তি হয়েছেন। পেন্টাগন গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে।
অস্টিন এমন একসময়ে হাসপাতালে ভর্তি হলেন, যখন ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের মুখোমুখি হচ্ছে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, গত পয়লা জানুয়ারি অস্টিনকে কিছু শারীরিক জটিলতার কারণে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।

তবে তিনি কী ধরনের শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। 

 

রাইডার আরো বলেছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন। আশা করা হচ্ছে, আজ থেকে তিনি তার পূর্ণ দায়িত্ব পালন শুরু করবেন। এদিকে অস্টিনের হাসপাতালে ভর্তির খবর এমন একসময়ে জানানো হলো, যখন ওয়াশিংটন ইসরায়েল-হামাস যুদ্ধসহ মধ্যপ্রাচ্যে নানামুখী সংকটের মুখে রয়েছে।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন