সদ্য শেষ হওয়া দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে পাস করেন। নির্বাচিত হওয়ার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন এই অভিনেতা। বিজয়ী হওয়ার পরদিন আজ সোমবার দুপুরে কথা বলেছেন কালের কণ্ঠ’র সঙ্গে।
বিজয়ের অনুভূতি জানিয়ে বলেন, ‘খুবই ভালো লাগছে। মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। নির্বাচিত হওয়ার পর অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন, এটা অনেক বড় প্রাপ্তি।
আমার শিল্পী সমাজ তো বটেই, পাশাপাশি সর্বস্তরের জনগণ শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি কলকাতার শিল্পীরাও শুভেচ্ছা জানিয়েছেন।’
নির্বাচিত হওয়ার পর বাবার কবর জিয়ারত করেছেন আজ। তারপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
বিকেলেই নিয়েছেন নতুন উদ্যোগ।
সেই উদ্যোগ সম্পর্কে এই এমপি বলেন, ‘আজ দুপুরের দিকে আমার কাছে খবর আসে একটা বাচ্চা অসুস্থ। শোনার পর খারাপ লাগছে। তাকে দেখতে যেতে পারি। তবে তার আগে আজ বিকেলেই আমার এলাকার যাবতীয় নির্বাচনী পোস্টার সরিয়ে ফেলব।
নিজের হাতে এ কাজটা করতে চাই।’
তবে নিজের নির্বাচনী এলাকায় দীর্ঘমেয়াদি কাজ হিসেবে ধানমণ্ডিকে যানজট মুক্ত করার চেষ্টা করবেন। পাশাপাশি এখানকার তরুণদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেবেন। এ ছাড়া উন্নয়নের পেছনেও থাকবে তাঁর ভূমিকা।
তিনি বলেন, ‘আমার সবোর্চ্চ ভূমিকা থাকবে এলাকার মানুষদের জন্য। তারা সব সময় আমাকে পাশে পাবেন। ঢাকা-১০ আসনে অনেক তারকা, শিল্পী ও গণমাণ্য ব্যক্তির বসবাস। তাঁদের ভোটে আমি নির্বাচিত হয়েছে। তাই তাঁদের প্রত্যাশা অনেক বেশি। আমি চেষ্টা করব তাঁদের প্রত্যাশা পূরণ করার জন্য।’
গতকাল তাঁকে ভোট দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। এ সময় সঙ্গে ছিলেন ফেরদৌসও। তখন কী কথা হয়েছে জানতে চাইলে বলেন, “ওই সময় তিনি ভোট দিতে এসে মজা করে বলেন, ‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।’ এটা শুনে আমরা সবাই খুব মজা পেয়েছি।”
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন