বরিশালের হয়ে বিপিএল খেলতে আসছেন মিলার

বিপিএলের দশম আসর শুরুর আগে আজ চমক দিল ফরচুন বরিশাল। এ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলবেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকান এই আগ্রাসী ব্যাটারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।

মিলার ছাড়াও ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী বরিশালের।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদ। এছাড়া পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক ও বাঁহাতি ওপেনার ফখর জামানকে আগেই দলে ভিড়িয়েছে ফ্যাঞ্চাইজিটি।

 

ব্যাটিংয়ে মিলার-তামিমদের সঙ্গ দেওয়ার জন্য আছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং, সৌম্য সরকার, ইব্রাহিম জাদরানরা। মিলার অবশ্য এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টি নিয়ে ব্যস্ত।

এই মৌসুমে পার্ল রয়েলসের অধিনায়ক তিনি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি শেষ হবে ১০ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে মিলারকে বরিশাল কতদিন পাবে, সেটা নিয়ে অবশ্য 'যদি' 'কিন্তু' থাকছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন