হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর ১২ দিন হাসপাতালে কাটিয়ে অবশেষে আজ বাসায় ফিরেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যাশামতোই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। দ্রুতই ফেডারেশনের কর্মচাঞ্চল্যের মধ্যে তাঁকে দেখার আশা।
গত ১৬ ডিসেম্বর হঠাৎই অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পরীক্ষা-নিরীক্ষায় হৃদযন্ত্রে কয়েকটি ‘ব্লক’ ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে তাঁর বাইপাস সার্জারির সিদ্ধান্ত হয়। গত ২৮ ডিসেম্বর সেই অস্ত্রোপচার হয়। এরপর এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তিনি কেবিনে ফেরেন। আজ বাসায়ও ফিরেছেন তিনি।
দ্রুত সুস্থতা ও সংক্রমণ জটিলতা এড়াতে এই মুহূর্তে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাতের বিয়টি সীমিত রাখা হয়েছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন