মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, গাজা ভূখণ্ড থেকে চলে যাওয়ার জন্য সেখানকার ফিলিস্তিনি অধিবাসীদের অবশ্যই চাপ দেওয়া যাবে না। লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের শিয়া হুতি বাহিনীর ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিক্ষিপ্ত হামলার পরিপ্রেক্ষিতে তিনি গাজার সংঘাত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে না দেওয়ার কথাও বলেছেন। তবে ব্লিনকেনের সফর ও এই সতর্কতার মধ্যেই সম্ভাব্য ইসরায়েলি হামলায় গতকাল সোমবার হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। হামাস-ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যের আরো বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়া ঠেকাতে সেখানে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
গত অক্টোবরে ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর এ নিয়ে তিনি চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফরে গেছেন। গত রবিবার কাতারে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজার ফিলিস্তিনিদের সেখানেই থাকার অধিকারের বিষয়টি জোর দিয়ে বলেন। ইসরায়েলের কয়েকজন অতি ডানপন্থী মন্ত্রী সম্প্রতি ফিলিস্তিনিদের গাজা ছেড়ে চলে যাওয়ার কথা বলার কারণে ব্লিনকেন এই প্রতিক্রিয়া জানান।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে চলে যাওয়া উচিত।
তাতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেখানে আবাস গড়ে ‘মরুভূমিতে ফুল ফোটাতে’ পারবে। অন্যদিকে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেনগভির বলেছেন, গাজার অধিবাসীদের অন্যত্র অভিবাসনের জন্য উৎসাহিত করা উচিত। ইসরায়েলি সরকারের প্রকাশ্য বিবৃতিতে এরই মধ্যে বলা হয়েছে, গাজাবাসী শেষ পর্যন্ত তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবে। তবে কিভাবে এবং কবে তার রূপরেখা এখনো করা হয়নি।
কাতার থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে গতকাল সৌদি আরবে পৌঁছেন ব্লিনকেন। আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাতে তিনি চলমান হামাস-ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়া রোধের ওপর জোর দেন। মার্কিন এক কর্মকর্তা বলেছেন, সৌদি আরবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি ইসরায়েলে যাবেন। আজ মঙ্গলবার ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠক হবে তাঁর।
হামাস-ইসরায়েল যুদ্ধ চার মাসে গড়িয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে হামাসের বিরুদ্ধে সরব রয়েছে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। তবে গাজায় ইসরায়েলের বোমায় নারী, শিশুসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষের মৃত্যু অস্বস্তিতে ফেলেছে মার্কিন প্রশাসনকে। ওয়াশিংটন বলেছে, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে ইসরায়েলকে আবারও চাপ দেবেন ব্লিনকেন। সেই সঙ্গে তিনি গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে অবিলম্বে ব্যবস্থা নিতে বলবেন।
জ্যেষ্ঠ হিজবুল্লাহ কমান্ডার নিহত
দক্ষিণ লেবাননে গতকাল ইসরায়েলি বিমান হামলায় এক জ্যেষ্ঠ হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানায়, হামলায় জ্যেষ্ঠ কমান্ডার উইসাম তাওয়িল নিহত হয়েছেন। তিনি হিজবুল্লাহর বিশেষ বাহিনী রাদওয়ানের একটি ইউনিটের উপপ্রধান ছিলেন। ইরান সমর্থিত হিজবুল্লাহ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বাইরে লেবাননের প্রধান রাজনৈতিক ও সামরিক শক্তি। তারা গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দিয়ে আসছে। ইসরায়েলের উত্তর সীমান্তে দেশটির সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সীমিত পর্যায়ের বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে।
মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়াল
গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বিকেলে জানায়, তখন পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৪৯ জন নিহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ২৩ হাজার ৮৪ জন নিহত ও প্রায় ৫৯ হাজার জন আহত হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন