জিবিনিউজ 24 ডেস্ক //
বার্নলিকে হারিয়ে জয়ে ফিরল চেলসি। তার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডকে তাদের মাঠেই হারিয়ে স্বরূপের দেখা পেলো পেপ গার্দিওলার সিটি।
শনিবার হওয়া ম্যাচটি ১-০ গোলে জিতেছে সিটি। একমাত্র গোলটি করেন কাইল ওয়াকার।
অবশ্য ব্যবধান আরও বাড়তে পারতো, কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় তা হয়নি।
লিগে শেষ চার ম্যাচে মাত্র একটিতে জেতা সিটি অষ্টম মিনিটে প্রথম ভালো সুযোগ পায়। জোয়াও কানসেলোর ক্রসে ছয় গজ বক্সের মাথায় ফেররান তরেসের হেড সহজেই পাঞ্চ করে ফেরান শেফিল্ড গোলরক্ষক।
আরেক ম্যাচে প্রতিপক্ষের মাঠে শনিবার ৩-০ গোলে জিতেছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।
লিগে আগের দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ও সাউদাম্পটনের বিপক্ষে ড্র করেছিল ‘ব্লুজ’ নামে পরিচিত দলটি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন