ধর্ষণের মামলায় আট বছরের কারাদণ্ড হয়েছে নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানের। পাশাপাশি দেশটির সাবেক এই অধিনায়ককে তিন লাখ নেপালি রুপি জরিমানা করা হয়েছে এবং একই সঙ্গে ভুক্তভোগীকে আরো দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন নেপালের একটি আদালত।
তবে লামিচানের আইনজীবী সরোজ ঘিমিরে বলেছেন, ‘এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’ লামিচানে এই মামলায় গ্রেপ্তার ছিলেন না, রায় ঘোষণার সময় আদালতেও উপস্থিত ছিলেন না তিনি।
২০২২ সালে এই ধর্ষণ মামলায় অভিযুক্ত হন লামিচানে। সে বছরের ২১ আগস্ট কাঠমাণ্ডুর জেলা অ্যাটর্নি অফিসে লামিচানের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। যদিও লামিচানে বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন। সমর্থকদের সমর্থনও পেয়েছেন।
গত ডিসেম্বরে এই মামলায় লামিচানেকে দোষী সাব্যস্ত করা হয়। লামিচানে এত দিন জামিনে থাকায় ক্রিকেট চালিয়ে যাওয়ার সুযোগ পান। যদিও ধারাবাহিকভাবে শুনানিতে বিলম্ব হয়েছিল, যা অনেককে ক্ষুব্ধ করে তোলে। এক বছরের বেশি সময় ধরে বারবার পিছিয়ে যাওয়ার পর লামিচানের মামলা নিষ্পত্তি হলো।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন