প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর !

প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর! বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম ও সৌদির বন্দর নগরী জেদ্দার মধ্যে বিমান চালানোর পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থা সৌদিয়া এয়ারলাইন্স। পরিকল্পনা অনুযায়ী, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম থেকেও জেদ্দায় যাবে সৌদিয়ার ফ্লাইট।

বৈশ্বিক বিমান চলাচলের তথ্য সংগ্রহ ও প্রকাশকারী সংস্থা অ্যাভিয়েশন উইক নেটওয়ার্ক— ওএজির বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “জেদ্দার কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আগামী ১ মার্চ (২০২৪) থেকে সৌদিয়ার ফ্লাইট চলাচল শুরু হবে। বোয়িং ৭৭৭-৩০০ইআর দিয়ে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে।”

বর্তমানে এই রুটের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। তবে যদি পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোয় তাহলে বাংলাদেশে এটি সৌদিয়ার চতুর্থ রুট হবে। বর্তমানে ঢাকা থেকে জেদ্দা, মদিনা এবং রিয়াদে চলছে সৌদিয়ার বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে চট্টগ্রাম-জেদ্দা ফ্লাইট চালাচ্ছে। এতে এখন যুক্ত হতে পারে সৌদির এ বিমান সংস্থা।

 

বর্তমানে সপ্তাহে জেদ্দা-চট্টগ্রাম রুটে বিমানের ছয়টি ফ্লাইট (থ্রি রাউন্ডট্রিপ) চলাচল করছে। এই রুটে ব্যবহার করা হচ্ছে বোয়িং ৭৭৭-৩০০ মডেলের বিমান। কিছুদিন আগে চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন