ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনারই শাস্তি হলো বেশি

গত নভেম্বর মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে গ্যালারিতে দর্শকদের হাঙ্গামায় খেলা শুরু হতে দেরী হয়। পরে ব্রাজিলিয়ান পুলিশ আর্জেন্টাইন সমর্থকদের ওপর চড়াও হয়। লিওনেল মেসিরা যার তীব্র প্রতিবাদ করেছিলেন। তবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি এ নিয়ে কাজ শুরু করার পরই জানা গিয়েছিল, শাস্তি থেকে রেহাই মিলবে না ব্রাজিল, আর্জেন্টিনা কোন দেশেরই।

তবে সেই শাস্তি ঘোষণার পর দেখা যাচ্ছে, আর্জেন্টিনার ভাগেই তা পড়েছে বেশি।

 

ঘরের মাঠে আর্জেন্টিনাকে পরের ম্যাচ খেলতে হবে স্টেডিয়ামের অর্ধেক দর্শক নিয়ে। ব্রাজিলের ওপর তেমন কোন নিষেধাজ্ঞা আসেনি। আর্জেন্টিনার জরিমানাও গুনতে হবে বেশি, ৭০ হাজার সুইস ফ্রা বা প্রায় ৮২ হাজার ডলার।

ওদিকে ব্রাজিলের জরিমানা ৫০ হাজার সুইস ফ্রা। আর্জেন্টিনার বিরুদ্ধে অবশ্য শৃঙ্খলাভঙ্গের অভিযোগই বেশি, শুধু মারাকানার ঐ ম্যাচেই নয়, তাদের দর্শকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ঘরের মাঠে ইকুয়েডর ও উরুগুয়ের বিপক্ষেও। শাস্তিটাও সে কারণেই বেশি।

 

লিওনে মেসিরা ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে পরের ম্যাচটি খেলবে আগামী সেপ্টেম্বরে চিলির বিপক্ষে, সেই ম্যাচেই স্টেডিয়ামের অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে তাদের।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন