মাদককাণ্ডে গ্রেপ্তার ছেলেকে নিয়ে মুখ খুললেন শাহরুখ

২০২১ সালে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। প্রায় এক মাস জেলে থাকতে হয়েছিল শাহরুখ পুত্রকে। এ ঘটনার পর দুই বছর পেরিয়ে গেলেও টুঁ–শব্দ করেননি অভিনেতা। তবে গত বুধবার ব্যক্তিগত জীবনের এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শাহরুখ।

 

ভারতীয় গণমাধ্যম সিএনএন নিউজ–১৮কে শাহরুখ বলেন, ‘যথেষ্ট শিক্ষা হয়েছে।’ কী শিক্ষা হয়েছে, সেটাও তিনি পরিষ্কার করেছেন বক্তব্যে। শাহরুখ বলেন, ‘গত চার–পাঁচ বছর আমাদের পরিবারের জন্য বেশ কঠিন ছিল। আমি জানি, করোনার কারণে নিশ্চয়ই আরও অনেকের ক্ষেত্রেও এটা সত্যি।

আমার সব ছবি ফ্লপ করে। অনেকেই আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার “শ্রদ্ধার্ঘ্যও” লিখে ফেলেছিলেন।’

 

ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গিয়ে শাহরুখ বলেন, ‘ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটেছে, যা অপ্রীতিকর ও বিরক্তিকর বললেও কম বলা হয়। কিন্তু তাতে আমার একটা শিক্ষা হয়েছে।

 

শাহরুখ বলেন, ‘চুপচাপ থাকো, নীরবে কাজ করো, নিজের আত্মসম্মান বজায় রেখে পরিশ্রম করে যাও। অনেক সময় যখন মনে হয়, জীবনে সব ভালোই চলছে, কীভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে, বুঝতেও পারবে না। কিন্তু এই সময়ই আরও সততা আর আশা নিয়ে নিজের গল্প নিজেই লেখা উচিত।’

‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে গত বছরটা নিজের করে নেন শাহরুখ খান। এই তিন সিনেমা প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি ব্যবসা করেছে।

বুধবার সিএনএন-নিউজ ১৮ এর আয়োজনে হয়ে গেছে ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ২০২৩’। এ বছর ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন শাহরুখ খান। গত রাতে এ পুরস্কার গ্রহণ করে প্রায় ১০ মিনিট বক্তৃতা দিয়েছেন অভিনেতা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন