ওমানের কাছে তেলবাহী জাহাজ আটক করেছে ইরান

ওমান উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাংকার আটক করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলেছে, মুখোশ পরা সশস্ত্র ব্যক্তিরা ওমানি বন্দর সোহারের কাছে সেন্ট নিকোলাস জাহাজে চড়েছে এবং এটিকে ইরানের বন্দরে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। তবে কেন ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা স্পষ্ট নয়।

জাহাজটি ইরাকি বন্দর বসরা এবং তার গন্তব্য তুরস্কের মধ্যে ট্রানজিটে ছিল।

 

এ ছাড়া ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস এ দিন বলেছে, তারা খবর পেয়েছে, ‘কালো মুখোশসহ সামরিক পোশাক’ পরা চার থেকে পাঁচজন ‘অননুমোদিত ব্যক্তি’ স্থানীয় সময় সাড়ে ৩টায় জাহাজে উঠেছিল। জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কর্তৃপক্ষ তদন্ত করছে।

জাহাজটি পরিচালনাকারী সংস্থা এম্পায়ার নেভিগেশন জানিয়েছে, এক লাখ ৪৫ হাজার টন অপরিশোধিত তেল দিয়ে জাহাজটি ভর্তি ছিল।

সেখানে ১৮ ফিলিপিনো এবং একজন গ্রিক ব্যক্তি ক্রু হিসেবে ছিলেন।

 

বিবিসির তথ্য অনুসারে, গ্রিক মালিকানাধীন জাহাজটিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সেনাবাহিনীর বরাত দিয়ে মার্কিন বলে বর্ণনা করেছে। তবে এর কারণ স্পষ্ট নয়। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগের অংশ যুক্তরাষ্ট্র গত এপ্রিল মাসে জাহাজটি বাজেয়াপ্ত করেছিল।

তখন সেটির নাম ছিল সুয়েজ রাজন। সুয়েজ রাজন লিমিটেড পরে ইরানের পক্ষে গোপনে তেল বিক্রি এবং বিদেশে পরিবহন করে নিষেধাজ্ঞা লঙ্ঘনের ষড়যন্ত্রের জন্য দোষ স্বীকার করেছিল।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন