তাইওয়ানের ব্যাপারে ‘কখনোই আপস’ করবে না বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে চীন। পাশাপাশি তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে বেইজিং। স্বশাসিত দ্বীপটির গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক্কালে এই বার্তা দিল চীন। আগামী শনিবার তাইওয়ানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চীন সব সময় তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। এমনকি স্বশাসিত দ্বীপটিকে দখলে নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। নির্বাচনের ফলাফল তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্কের ভবিষ্যতের ওপর প্রভাব রাখবে। তাই বেইজিং ও ওয়াশিংটনের নীতিনির্ধারকসহ অনেকেই এই নির্বাচনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
পেন্টাগনে গত সোম ও মঙ্গলবার প্রথমবারের মতো প্রতিরক্ষা আলোচনায় অংশ নেয় যুক্তরাষ্ট্র ও চীন। ওই আলোচনায় চীনের কর্মকর্তারা ওয়াশিংটনের কাছে তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধের দাবি জানান এবং তাইওয়ানের ‘স্বাধীনতার’ বিরোধিতা করেন বলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে। গত বুধবার জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, বেইজিং ভূখণ্ডের অবস্থান নিয়ে ‘কখনোই আপস করবে না বা দাবি ছেড়ে দেবে না’। এদিকে এর আগে গত মঙ্গলবার পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীজুড়ে ‘শান্তি ও স্থিতিশীলতার’ আহবান পুনর্ব্যক্ত করছে।
চীন, তাইওয়ান ও মঙ্গোলিয়া বিষয়ক পেন্টাগনের উপসহকারী মন্ত্রী মাইকেল চেজ ‘এক চীন’ নীতির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ওই বিবৃতিতে তাইওয়ানের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলেই আলোকপাত করা হয়। বিদেশি সরকারগুলোকে সামরিক সহায়তার অধীনে একটি কর্মসূচির আওতায় তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডের সমালোচনা করে আসছে চীন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন