জরিমানার শঙ্কা ছিল আগে থেকেই। অবশেষে সেটাই সত্যি হলো। বড় অঙ্কের আর্থিক জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের কারণে ফিফার ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রা জরিমানা করেছে।
যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ টাকার সমপরিমাণ।
জরিমা দিতে হচ্ছে মালদ্বীপের বিপক্ষে উভয় লেগের ম্যাচে এবং লেবাননের বিপক্ষে ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের কারণে। অক্টোবরে মালেতে মালদ্বীপের সঙ্গে প্রথম রাউন্ডের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের ৬ ফুটবলারের ব্যক্তিগতভাবে আচরণবিধি ভঙ্গ করে।
যার ফলে ৫ হাজার সুইস ফ্রা জরিমানা করা হয়েছে।
এরপর ১৭ অক্টোবর ফিরতি লেগে কিংস অ্যারেনার গ্যালারিতে সমর্থকদের উপচে পড়া ভিড়। তিল পরিমাণ জায়গা ছিল না। ২-১ গোলে জেতার ম্যাচে গ্যালারিতে আতশ বাজি ও নিরাপত্তা আইন ভঙ্গের কারণে ১৪ হাজার সুইস ফ্রা জরিমানা করা হয়েছে।
আর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে ম্যাচেও একই ঘটমার পুনরাবৃত্তি ঘটেছে। যার ফলে জরিমানা হয়েছে ১১ হাজার ২৫০ সুইস ফ্রা।
তিনটি ম্যাচের ম্যাচ কমিশনারের প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে ওঠে। ডিসিপ্লিনারি কমিটি নানা পর্যালোচনা বাফুফেকে এই শাস্তি দিয়েছে। জরিমানার পরিমাণ কমানোর জন্য বাফুফে ফিফাকে অনুরোধ করলেও সেটা কাজে আসেনি।
এই জরিমানার বিরুদ্ধে আপিল করা যাবে কিনা, সেটা অবশ্য এখনো জানা যায়নি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন