ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তিনটি গ্রাম ভাঁড়েরা,মাধব পুর, সরদার পাড়ার ইউকে প্রবাসীদের নিয়ে বৃহত্তর ভাঁড়েরা এলাকার শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য এই সামাজিক সংগটন ২০২১ সালের এপ্রিল মাসে যাত্রা শুরু হয়, সম্প্রতি সংঘটনের দুই বৎসর ম্যেয়াদি বিগত কার্যকরী কমিটির মেয়াদ শেষ হলে নতুন কার্যকরী কমিটি ঘটনের উদ্যোগ নেওয়া হয় এবং প্রথমে বাতিরুল হক সরদার সভাপতি,এন আলম রিপন সাধারণ সম্পাদক এবং মো: মিনার আলী কোষাধ্যক্ষ করে আংশিক কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে সংগঠনের সাধারণ সম্পাদক এন আলম রিপনের উপর অর্পিত দায়িত্বের অংশ ২১ সদস্যে বিশিষ্ট ২০২৪/২০২৫ এর জন্য পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করে বৎসরের প্রথম দিন ১ জানুয়ারি ২০২৪ সোমবার তাৎক্ষণিক জুম মিটিংয়ের মাধ্যমে সবার সম্মুখে উপস্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ।
নতুন কার্যকরী কমিটির সদস্যরা হলেন ১সভাপতি : বাতিরুল হক সরদার২.সি: সহ সভাপতি : আব্দুল জব্বার ৩.সহ সভাপতি : জাহেদ আহমেদ ৪.সহ সভাপতি : জিতু মিয়া সরদার ৫.সহ-সভাপতি : হুসেইন আহমেদ নেফুর ৬.সাধারণ সম্পাদক : এন আলম রিপন
৭.যুগ্ন সম্পাদক : সিতু কামাল ৮.কোষাধ্যক্ষ : মো: মিনার আলী ৯.সহ-কোষাধ্যক্ষ : মুনসুর আলম ১০.সাংগটনিক সম্পাদক : মো: আলী লখন মিয়া ১১.সহ সাংগটনিক সম্পাদক : আলী আকবর ১২.দপ্তর সম্পাদক : হেলাল মিয়া ১৩.প্রচার ও প্রকাশনা সম্পাদক : আফজাল হোসেন ১৪.শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক : সাজ্জাদুর রহমান সাজু ১৬.মহিলা বিষয়ক সম্পাদক : মনোয়ারা বেগম মমি
১৭.সি: সদস্য : সোয়েব আহমেদ ১৮.আতাউর রহমান ভুলু ১৯.সদস্য : শানুর মিয়া সরদার ২০সদস্য : ইউছুফ আলী ২০.সদস্য : রাশেদ আহমেদ ২১.সদস্য : সুমন খান
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন