জিবিনিউজ 24 ডেস্ক //
পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ‘ইউনিয়ন ভিত্তিক মোবাইল যান’ চালু করা হয়েছে। শনিবার দুপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে মৌলভীবাজার মডেল থানায় একটি গাড়িটি হস্তান্তর করা হয়।
নতুন এই ইউনিয়ন ভিত্তিক মোবাইল সেবা যানটি সদর উপজেলার আপার কাগাবলা, কনকপুর ও আমতৈল ইউনিয়নে কাজ করবে বলে জানান জেলা পুলিশ সুপার।
পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, মৌলভীবাজার জেলার কয়েকটি ইউনিয়নে পুলিশি সেবাকে সহজতর করতে ‘ইউনিয়ন ভিত্তিক মোবাইল যান’ চালু করা হয়েছে। ধাপে ধাপে আমরা প্রত্যেক ইউনিয়নে এই ধরণের যান চালু করবে। যানটি ইউনিয়নের আনাচে কানাচে ঘুরে, মানুষের অভিযোগ নিয়ে সেবা প্রদান করবে।
তিনি আরো জানান, এবছর আমরা প্রায় ১ কোটি ১৭লক্ষ টাকার মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। যা গত বছরের তুলনায় প্রায় ছয়গুণ বেশী। একবছরে আমরা প্রায় ৭শ’ এর মতো মাদক মামলা করেছি। এবছর আমরা মৌলভীবাজাকে ডাকাতিমুক্ত জেলা উপহার দিতে চাই। যদি জনগণ সহযোগীতা করেন তাহলে ‘ইউনিয়ন ভিত্তিক মোবাইল যান’ এর মাধ্যমে শান্ত মৌলভীবাজারকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
‘ইউনিয়ন ভিত্তিক মোবাইল যান’ বিতরণের সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার ফারুক আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, সিভিল সার্জন ডাঃ তাউহীদ আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো কামাল হোসেনসহ অন্যরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন