ভারতকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

এশিয়ান কাপের শুরুটা সুখকর হয়নি ভারতের। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে লড়াই করেও ২-০ গোলে হেরে গেছে তারা। প্রথমার্ধটা অবশ্য অস্ট্রেলিয়াকে আটকে রেখেছিল ভারত। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করতে হয় তাদের।

 

 

খেলার ৫০ মিনিটে জ্যাকসন আরভিনের গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৭৩ মিনিটে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন জর্ডান বোস। এরপর আর কোনো দল পারেনি গোল করতে। পরের ম্যাচে চীন মুখোমুখি হবে তাজিকিস্তানের।

আর রাতে আরেক ম্যাচে উজবেকিস্তান খেলবে সিরিয়ার বিপক্ষে।

 

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে অস্ট্রেলিয়া। সকারুদের বলের দখল ছিল ৭২ শতাংশ, বিপরীতে ভারতের ২৮ শতাংশ। পোস্টে অস্ট্রেলিয়া শট নিয়েছে ২৩টি আর ভারত ৪টি।

লক্ষ্যে একবার মাত্র শট নিতে পেরেছে ভারত, যেখানে অস্ট্রেলিয়ার লক্ষ্যে শট ছিল ৬টি। এর মধ্যে  দুটি শট জালেও জড়িয়েছে তারা। 
পুরো ম্যাচে ভারত ফাউল করেছে ১৫টি। অন্যদিকে অস্ট্রেলিয়া ফাউল করেছে ৭টি। কর্নারেও এগিয়ে ছিল অস্ট্রেলিয়া।

তারা কর্নার পেয়েছিল ১৪টি, বিপরীতে কোনো কর্নারই পায়নি ভারত।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন