বলিউডের সঙ্গে একই দিনে দেশেও ‘ফাইটার’

প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন বলিউডের দুই হার্টথ্রব হৃতিক রোশন এবং দীপিকা পাডুকোন। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ভরপুর অ্যাকশনে প্যাকড চলচ্চিত্র  ‘ফাইটার’  মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। সিনেমাটি নিয়ে দর্শকেরও আগ্রহের কমতি নেই। চারদিন আগে  এসেছে ছবির নতুন গান ‘হীর আসমানি’।

এরইমধ্যে হৃত্তিক ভক্তরা নড়েচড়ে বসেছে। বসে নেই দীপিকার ভক্তরাও।

 

তবে বাংলাদেশের ভক্তদের জন্য সুখবর হলো, আগামী ২৫ জানুয়ারি সারা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ফাইটার। এমনটাই জানিয়েছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।

 

ছবিটির আমদানি প্রসঙ্গে তিনি জানান আগামীকাল রোববার তারা ছবিটি আনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আবেদন করবেন। তার বিশ্বাস দ্রুততম সময়ে অনুমতি পাবেন। পাশাপাশি সেন্সর পেয়ে একই দিনে ছবিটি মুক্তি দেবেন। তবে আরও আনন্দের বিষয় হলো, সিনেমাটি মুক্তি পেলে প্রথমবার বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি সিনেমা থ্রিডি ও টুডিতে একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন বলে মন্তব্য করেন অনন্য মামুন।

 

এর আগে ‘পাঠান’, ‘জওয়ান’, 'অ্যানিমেল’, ‘টাইগার থ্রি’ ও সর্বশেষ ‘ডানকি’ অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে বাংলাদেশে মুক্তি পেয়েছিল।

উল্লেখ্য, করোনার লকডাউনের সময় ‘ফাইটার’ নিয়ে কাজ শুরু করেন সিদ্ধার্থ। ২০২১ সালে নায়ক-নায়িকা হিসেবে হৃতিক-দীপিকার নাম ঘোষণা করা হয়। ২০২২ সালের ১৪ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখ।

‘পাঠান’ সিনেমার দুর্দান্ত সাফল্যের পর এখন অপেক্ষায় সিদ্ধার্থের এই সিনেমার। এখন দেখার অপেক্ষা সিনেমাটি বক্স অফিসে কেমন সাড়া ফেলে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন