মুক্তি পেয়েই বক্স অফিস দখলে নিল মহেশের ‘গুন্টুর কারাম’

১২ জানুয়ারি মুক্তি পেয়েছে মহেশ বাবুর প্রত্যাশিত চলচ্চিত্র ‘গুন্টুর কারাম’। প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসেও দারুণ শুরু করেছে সিনেমাটি। প্রথম দিনেই ভারতে ৪০ কোটির গণ্ডি অতিক্রম করেছে এটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, মুক্তির প্রথম দিন ভারতে ৪১.৩০ কোটি রুপি আয় করেছে মহেশের ‘গুন্টুর কারাম’।

 শুক্রবার তেলুগুতে ৭০ শতাংশ আসন দখল ছিল সিনেমাটির।

 

1

‘গুন্টুর কারাম’-এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

এদিকে সিনেমাটির নির্মাতারা এক্সে (টুইটার) দাবি করেছেন যে, ‘গুন্টুর কারাম’ প্রথমদিন বিশ্বব্যাপী ৯৪ কোটি রুপি আয় করেছে। আঞ্চলিক সিনেমা হিসেবে যা সর্বকালের রেকর্ড!

প্রতিবেদন অনুসারে, ‘গুন্টুর কারাম’ আল্লু অর্জুনের চলচ্চিত্র ‘পুষ্পা : দ্য রাইজ’-এর তেলুগু অঞ্চলের উদ্বোধনী আয়কেও ছাড়িয়ে গেছে। পুষ্পা মুক্তির প্রথম দিন অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৩৫.৫০ কোটি রুপি আয় করেছিল।

তবে পুষ্পার রেকর্ড ভাঙলেও প্রভাসের ‘আদিপুরুষ’ এবং ‘সালার’কে হারাতে পারেনি মহেশের সিনেমাটি। আদিপুরুষ তেলুগু অঞ্চলে প্রথম দিন ৪৮.৫ কোটি রুপি আয় করলেও ‘সালার’ ৬৭.১ কোটি রুপি আয় করেছিল।

 

ত্রিবিক্রম শ্রীনিবাসের চিত্রনাট্য ও পরিচালনায় মহেশ বাবু ছাড়া ‘গুন্টুর কারাম’-এ অভিনয় করেছেন শ্রীলীলা এবং পূজা হেগড়ে। সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন থামন।

পিএস বিনোদের চিত্রগ্রহণে সিনেমাটির সম্পাদনা করেছেন নবীন নুলি। সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমার ব্যানারে ‘গুন্টুর কারাম’ প্রযোজনা করেছেন সূর্যদেবরা নাগা ভামসি এবং এস সাই সৌজন্যা। ‘অথাদু’ এবং ‘খালেজা’-এর পর ‘গুন্টুর কারাম’ সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করেছেন ত্রিবিক্রম শ্রীনিবাস এবং মহেশ বাবু। আগের দুটি সিনেমাই বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন