নেপালে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, মধ্য-পশ্চিম নেপালের ডাং জেলায় শুক্রবার (১২ জানুয়ারি) গভীর রাতে ভালুবাংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সবার পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে আটজনের পরিচয় জানা গেছে।
পুলিশের প্রধান পরিদর্শক উজ্জ্বল বাহাদুর সিং বলেছেন, ‘যাত্রীবাহী বাসটি বাঁকের নেপালগঞ্জ থেকে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল। পথে বাসটি একটি ব্রিজ থেকে ছিটকে রাপ্তি নদীতে পড়ে যায়। আমরা মাত্র আটজন যাত্রীর পরিচয় নিশ্চিত করতে পেরেছি, যার মধ্যে দুজন ভারতীয়ও রয়েছে।’ পুলিশ জানিয়েছে, বাস দুর্ঘটনায় আরো ২২ জন যাত্রী আহত হয়েছেন।
নিহত ভারতীয়রা হলেন- বিহারের মালাহির যোগেন্দ্র রাম (৬৭) এবং উত্তর প্রদেশের মুনে (৩১)।
বাহাদুর সিং বলেছেন, ‘মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য লামাহি হাসপাতালে নেওয়া হয়েছে।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন