দুর্নীতির প্রশ্নে বিমানমন্ত্রী বললেন ‘লেটস সি’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, ‘না দেখে বিমানে দুর্নীতির বিষয়ে কিছু বলা ঠিক হবে না। রবিবার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে বিমানের দুর্নীতির বিষয়ে করা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

বিমানে অনেক দুর্নীতি আছে। এ নিয়ে মন্ত্রীর অবস্থান জানতে চাইলে ফারুক খান বলেন, ‘বিমানে দুর্নীতি আছে সেটা তো আমি স্বীকার করি না।

আমাকে আগে দেখতে হবে। প্রথমেই সেটি বলব কেন? লেটস সি।’

 

তিনি বলেন, ‘আমি আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। সুতরাং এখানকার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি।

সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে, সেগুলো যাতে দ্রুত শেষ হয় সেই দিকটা দেখব। যাত্রীসেবা, লাগেজ হ্যান্ডলিং কিভাবে আরো উন্নত করা যায় এবং কিভাবে আরো নতুন নতুন ডেস্টিনেশনে বিমান যেতে পারে, সেগুলো দেখার চেষ্টা করব।’

 

এ সময় বিমানের যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডলিং আরো উন্নত করার চেষ্টা করা হবে বলে জানান ফারুক খান। 

বিমানমন্ত্রী বলেন, ‘পর্যটন খাতে আমাদের অপার সম্ভাবনা।

কিভাবে সেই সম্ভাবনা নিয়ে কাজ করা যায় সেগুলো দেখব।’

 

উল্লেখ্য, বিএনপি ও তাদের সমমনা দলগুলোর বর্জনের মধ্যেই গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২২২টি আসনে জয়লাভ করে। আর স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয় ৬২টি আসনে। এ ছাড়া জাতীয় পার্টি ১১টিতে এবং অন্যান্য দল থেকে তিনজন সংসদ সদস্য হন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন