নায়ক প্রসেনজিৎ যখন গায়ক

সবুচ গালিচা পাতা উৎসবমুখর মঞ্চে উঠে গান ধরলেন ‘চোখ তুলে দেখো না, কে এসেছে। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।’ মাইক্রোফোন হাতে গাইতে গাইতে ব্যাকগ্রাউন্ড পারফর্মারদের সঙ্গে জমিয়ে নাচলেন প্রসেনজিৎ। মঞ্চের সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছিল দর্শক আসনেও।

নায়ক প্রসেনজিৎ আরেকবার গায়ক হলেন মঞ্চে। 

 

তবে শুধু সিনেমা কেন, পশ্চিমবঙ্গে বহু প্রান্তে শো করতে গিয়ে মঞ্চও কাঁপিয়েছেন ‘বুম্বাদা।’ তাকে একটিবার দেখার জন্য ভিড় জমাতেন অনুরাগীরা। বর্ধমানের নীলপুর উৎসবে সেই দৃশ্যই দেখা গেল আবার।

গান গেয়ে ও নেচে দর্শক মাতালেন প্রসেনজিৎ। সেই উৎসবের একটি ভিডিও এখন অনলাইনে ভাইরাল।

 

 

প্রসেনজিতের সেই ভিডিওতে অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গেছে। সকলের একটাই কথা, কে বলবে প্রসেনজিতের বয়স নাকি ৬১ বছর! কেউ লিখেছেন, ‘এই বয়সেও এত এনার্জি!’ কারো মন্তব্য, ‘প্রসেনজিত মানেই সবকিছু ইতিবাচক।

’ কারো মতে, ‘বয়স এক জায়গায় দাড়িয়ে আছে দাদা আপনার এখনো! সেই ছোট্ট বেলার দেখা হিরো আপনি, এখনো একই রকম।’ যারা প্রসেনজিতের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তাঁরা এককথায় বুম্বাদার পারফরম্যান্সে মুগ্ধ। 

 

প্রসেনজিতের মঞ্চ মাতানো গানটি তাঁর চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর। প্রসেনজিৎ অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পেয়েছিল ২০০২ সালে। নায়িকা ছিলেন ঋতুপর্ণা।

পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। সেসময় ৬০-৭০ লক্ষ টাকায় তৈরি ছবিটি ব্যবসা করেছিল আড়াই কোটির মতো। প্রসেনজিৎকে সর্বশেষ দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’-এ। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন