রিয়ালের কাছে চার গোল হজম করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাভি

শুধু শিরোপা হাতছাড়া করেনি, রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনা এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছে। সৌদি আরবের রিয়াদে মরুর বুকে কোনরকম প্রতিরোধ গড়তে পারেনি কাতালানরা। তাতে সঙ্গী হয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানের হার। ফাইনাল হারের পর তাই সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বার্সেলোনা কোচ জাভি এর্নান্দেস।

 

গতরাতে ম্যাচের ১০ মিনিটের মধ্যে ভিনিসিয়ুস জুনিয়র দুই গোল করে রিয়ালকে চালকের আসনে বসান। এরপর রবার্ত লেভানদোস্কির গোল আশা বাঁচিয়ে রাখলেও এই অর্ধেই হ্যাটট্রিক করে রিয়ালকে জয়ের পথে রাখেন ভিনি। মধ্যবিরতি থেকে ফিরেও আধিপত্য ধরে রাখে রিয়াল মাদ্রিদ। তাতে ৬৪ মিনিটে পেয়ে যায় চতুর্থ গোল।

এবার স্কোরশিটে নাম লেখান রদ্রিগো। একটু পরেই আরও বড় ধাক্কা খায় বার্সেলোনা। রোনাল্ড আরোহো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় বার্সা। 

 

এমন হারের পর বড্ড হতাশ জাভি,'এটা বড় হার, একজন বার্সেলোনা সমর্থক হিসেবে আমি হতাশ ও বিষণ্ণ।

মৌসুমের অন্যতম বাজে ম্যাচ খেলেছি আমরা। আমরা যেভাবে খেলেছি সেটা বার্সেলোনার প্রতিচ্ছবি নয়। বিশেষ করে ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমন পারফরম্যান্স গ্রহণযোগ্য নয়। তবে ফুটবল এমনই এবং এসবে সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।' সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন জাভি,'প্রতিটি জায়গায় আমাদের দুর্বলতা ছিল এবং সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করতেই হবে।

ফাইনালে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি।' 

 

সুপার কাপের শিরোপা হারালেও আশা হারাচ্ছেন না জাভি,'একটি ট্রফি হারিয়েছি, এতে নিজেদের আত্ম সমালোচনা করতে হবে কিন্তু আমি এখনো বিশ্বাস করি, দারুণ একটি মৌসুম শেষ করতে চলেছি। আশা করি, এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারব। সবকিছুই সঠিকভাবে চলবে। এরকম অবস্থায় এর আগেও পড়েছি এবং ঘুরে দাঁড়িয়েছি।'

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন