নেই কোনো বড় তারকা। মাত্র ২০ কোটি বাজেটের চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে দক্ষিণের বিশাল তারকা মহেশ বাবুর গুন্টার কারামের সঙ্গে। তবে রীতিমতো সবাইকে চমকে দিয়ে বক্স অফিসে জাদু ছড়িয়ে যাচ্ছে বছরের প্রথম ভারতীয় হিট সিনেমা ‘হনুমান।’
২০২৪ সালের প্রথম ব্লকবাস্টার খেতাব পেতে যাচ্ছে তেজা সাজার তেলুগু চলচ্চিত্র ‘হনুমান।
’ হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, সিনেমাটি প্রথম সপ্তাহান্তে ৪০.৬৫ কোটি রুপি আয় করেছে। এটি যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ এবং ঋষভ শেঠির ‘কানতারা’ থেকেও বেশি আয় করেছে। দক্ষিণের চলচ্চিত্র হিসেবে হিন্দি ডাবিংয়ে হিন্দি বেল্ট থেকে আয়ের ক্ষেত্রে এই রেকর্ড গড়েছে এটি। সিনেমাটি আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সমান পর্যায়ে রয়েছে প্রথম সপ্তাহের হিন্দি বেল্টের আয়ে।
ঋত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’ মুক্তি পাওয়ার আগে এখনো ১০ দিন নিরবিচ্ছিন্নভাবে প্রেক্ষাগৃহে চলার সুযোগ পাচ্ছে হনুমান।
‘হনুমান’
মুক্তির প্রথম দিন শুক্রবার ৮ কোটি রুপি আয় করেছে হনুমান। দর্শকদের প্রশংসা ও পজিটিভ রিভিউর কারণে সিনেমাটির আয়ের গ্রাফ বাড়তে থাকে। অপরদিকে প্রথমদিন রেকর্ড আয় করলেও এরপর থেকেই বিরাট ছন্দপতন হয় মহেশের গুন্টার কারামের।
তবে রবিবার সিনেমাটির আয় কিছুটা বেড়েছে। রবিবার গুন্টার কারাম ভারতে ১৬ কোটি রুপি আয় করেছে।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুসারে, হনুমানের তেলুগু সংস্করণটি প্রথম সপ্তাহান্তে মোট ২৮.২১ কোটি, হিন্দি সংস্করণ ১২ কোটি, তামিল এবং কন্নড় সংস্করণ প্রতিটি ৩৮ লাখ এবং মালায়লাম সংস্করণে ৬ লাখ আয় করেছে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সোমবার এক্সে (টুইটার) লিখেছেন, ‘এখানে বড় চমক! হনুমান প্রথম ৩দিনের আয়ে হিন্দি ডাব সংস্করণে ‘কেজিএফ: চ্যাপ্টার ১’, ‘কানতারা’কে অতিক্রম করেছে এবং পুষ্পার সমপর্যায়ে রয়েছে। হনুমান ২০২৪ সালের প্রথম হিট।
’
প্রশান্ত ভার্মা পরিচালিত হনুমান-এ মুল ভূমিকায় অভিনয় করেছেন তেজা সাজা। আরও অভিনয় করেছেন ভারলক্ষ্মী শরথকুমার, অমৃতা আইয়ার এবং বিনয় রাই। ১২ জানুয়ারি মুক্তি পায় অ্যাকশন সুপারহিরো ঘরানার ‘হনুমান।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন