আজারবাইজানে ফার্নিচার কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

আজারবাইজানের রাজধানী বাকুতে সোমবার একটি ফার্নিচার কারখানায় বিস্ফোরণে ছয়জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এএফপি বলেছে, দেশটির জরুরি মন্ত্রণালয়ের শেয়ার করা ভিডিও ফুটেজে উদ্ধারকারীদের একটি পুড়ে যাওয়া ভবনের ধোঁয়াটে ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে যেতে দেখা যায়। এ সময় অগ্নিনির্বাপককর্মীরা ধ্বংসাবশেষে বেঁচে যাওয়াদের খুঁজছিলেন।

 

প্রসিকিউটরের কার্যালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছে।

এদিকে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে উদঘাটিত হয়নি। তবে প্রসিকিউটররা বলেছেন, তাঁরা ‘অগ্নিনিরাপত্তা বিধি’ লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেছেন।

এএফপি অনুসারে, বাকুতে একটি মাতৃত্বকালীন ক্লিনিকে আগুনে চার শিশুর মৃত্যু হওয়ার এক সপ্তাহ পর এই দুর্ঘটনা ঘটল।

প্রেসিডেন্ট ওই দুর্ঘটনায় ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ছাড়া ২০২২ সালের এপ্রিলে রাজধানীর একটি নাইটক্লাবে গ্যাস ট্যাংক বিস্ফোরণে একজন নিহত এবং ৩৭ জন আহত হয়।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন