গাজা যুদ্ধে মানবতা কলঙ্কিত : জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলে হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ বলেছে, এই যুদ্ধ মানবতাকে কলঙ্কিত করছে। এদিকে গতকাল রবিবার যুদ্ধের শততম দিনেও গাজায় অবিরাম বোমবর্ষণ করেছে ইসরায়েল। এদিন গাজার খান ইউনিস, ডেইর আল বালাহ শহর, মাঘাজি ও বুরেজি শরণার্থী শিবিরসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল।

গাজা উপত্যকা পরিদর্শন করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গত ১০০ দিনে ব্যাপক মৃত্যু, ধ্বংস, বাস্তুচ্যুতি, ক্ষুধা এবং মানুষের শোক আমাদের মানবতায় কলঙ্ক লেপে দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গতকাল স্থানীয় সময় বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৫ ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত হয়। মন্ত্রণালয় জানায়, ১০০ দিনের লড়াইয়ে প্রাণহানির সংখ্যা ২৪ হাজার ছুঁই ছুঁই। এ ছাড়া চলমান সংঘাতে ৬০ হাজার ৫৮২ জন আহত হয়েছে। যুদ্ধের শততম দিনের শোচনীয় পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে গাজার কয়েক বাসিন্দা জানান, একেকটি দিন শেষ হওয়া যেন একেকটি বছর পার হলো।

 

খাদ্য, পানিসহ নানাবিধ সংকটে জর্জরিত হয়ে পড়েছেন তাঁরা। জিনিসপত্রের দাম নাগালের বাইরে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে তাঁবুতে বাস করতে বাধ্য হচ্ছেন অনেকে।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবিতে গত শনিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি পর্যন্ত বিশ্বের নানা প্রান্তে মিছিল-সমাবেশ হয়েছে।

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং ইসরায়েলে মার্কিন সহায়তার প্রতিবাদে ওয়াশিংটনে হাজারো মানুষ মিছিল করে। এদিন লন্ডনে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল নাগরিক সমাজও রাজধানী লন্ডনে মিছিল সমাবেশ করে। এ ছাড়া আন্তর্জাতিক বিচারালয়ে (আইসিজে) গাজায় গণহত্যার মামলায় ইসরায়েলকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় জার্মানির কড়া সমালোচনা করেছে নামিবিয়া।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন