টেলিভিশন দুনিয়ার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো এমি! দীর্ঘ ৭৪ বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস এই সম্মানজনক পুরস্কারের আয়োজন করে যাচ্ছে। গত বছর অভিনেতা ও লেখকদের ধর্মঘটের কারণে অনুষ্ঠানটি জানুয়ারি পর্যন্ত স্থগিত করতে হয়েছিল। গতকাল রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৭৫তম এমি অ্যাওয়ার্ড। যেখানে ২০২৩ সালের সেরাদের পুরস্কার দেওয়া হয়েছে।
এবার সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতে নিয়েছে জেসি আর্মস্ট্রংয়ের ‘সাকসেশন’। এটি ২০১৮ সাল থেকে এইচবিও চ্যানেলে প্রচার হচ্ছে। গেল বছর সিরিজটির চতুর্থ সিজন প্রচার হয়েছে। আর সেটিই পেয়েছে পুরস্কার।
এ ছাড়া ‘দ্য হোয়াইট লোটাস’, ‘দ্য লাস্ট অব আস’, ‘টেড ল্যাসো’, ‘দ্য বিয়ার অ্যান্ড বিফ’ ছিল এই বছরের সবচেয়ে মনোনীত শোগুলোর মধ্যে কয়েকটি।
বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখুন-
সেরা ড্রামা সিরিজ-সাকসেশন
ড্রামা সিরিজে সেরা অভিনেতা-কিয়েরান কালকিন (সাকসেশন)
ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী-সারাহ স্নুক (সাকসেশন)
ড্রামা সিরিজে সেরা পার্শ্ব-অভিনেতা-ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)
ড্রামা সিরিজে সেরা পার্শ্ব-অভিনেত্রী-জেনিফার কুলিডজ (দ্য হোয়াইট লোটাস)
কুইন্টা ব্রুনসন, স্টিভেন ইয়ুন, আলি ওং, আয়ো এদেবিরি, নিসি ন্যাশ-বেটস এমি বিজয়ী পাঁচ অভিনেতা
সেরা কমেডি সিরিজ-দ্য বিয়ার
কমেডি সিরিজে সেরা অভিনেতা-জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
কমেডি সিরিজে সেরা অভিনেত্রী-কুইন্টা ব্রুনসন (অ্যাবট এলিমেন্টারি)
কমেডি সিরিজে সেরা পার্শ্ব-অভিনেতা-ইবন মস-বাচরাচ (দ্য বিয়ার)
কমেডি সিরিজে সেরা পার্শ্ব-অভিনেত্রী-আয়ো এদেবিরি (দ্য বিয়ার)
সেরা সিরিজসহ ছয় শাখায় পুরস্কার পেয়েছে এইচবিওর ‘সাকসেশন’
সেরা লিমিটেড বা নৃতত্ত্ব সিরিজ-বিফ (নেটফ্লিক্স)
লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা অভিনেতা- (বিফ)
লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা অভিনেত্রী-আলি ওং (বিফ)
লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা পার্শ্ব অভিনেতা-পল ওয়াল্টার হাউসার (ব্ল্যাক বার্ড)
লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা পার্শ্ব-অভিনেত্রী-নিসি ন্যাশ-বেটস (ডাহমার-মনস্টার : দ্য জেফরি ডাহমার স্টোরি)
কমেডি সিরিজের জন্য সেরা লেখা-দ্য বিয়ার
ড্রামা সিরিজের জন্য সেরা লেখা-সাকসেশন
প্রথমবারের মতো কমেডি সিরিজে সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে এমি অ্যাওয়ার্ড জিতেছেন আয়ো এদেবিরি
লিমিটেড বা নৃতত্ত্ব সিরিজ বা টিভি সিনেমার জন্য সেরা লেখা-বিফ
ড্রামা সিরিজের জন্য সেরা পরিচালনা-সাকসেশন-মার্ক মাইলড
কমেডি সিরিজের জন্য সেরা পরিচালনা-দ্য বিয়ার (এফএক্স)-ক্রিস্টোফার স্টোরার
লিমিটেড বা নৃতত্ত্ব সিরিজ বা টিভি মুভির জন্য সেরা পরিচালনা-বিফ (নেটফ্লিক্স)-লি সুং জিন
সেরা টক সিরিজ-দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়া (কমেডি সেন্ট্রাল)
সেরা টেলিভিশন মুভি-উইয়ার্ড : দ্য আল ইয়ানকোভিক স্টোরি (দ্য রোকু চ্যানেল)
সেরা গেম শো-জিওপার্ডি
সেরা ডকুমেন্টারি বা ননফিকশন স্পেশাল-স্টিল : আ মাইকেল জে. ফক্স মুভি (অ্যাপল টিভি+)
সেরা ডকুমেন্টারি বা নন-ফিকশন সিরিজ-দ্য ১৬১৯ প্রোজেক্ট (হুলু)
সেরা হোস্টেড নন-ফিকশন সিরিজ বা বিশেষ- স্ট্যানলি টুকি : সার্চিং ফর ইতালি
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন