পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটিকাল ব্যুরো সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ঢাকায় চীন দূতাবাস আজ মঙ্গলবার এ তথ্য জানায়।
অভিনন্দন বার্তায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই লিখেছেন, দুই প্রতিবেশী চীন ও বাংলাদেশের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৯ বছরে দুই দেশ সবসময় পরস্পরকে সম্মান ও ন্যায়সঙ্গত আচরণ করেছে।
দুই দেশই এই সম্পর্ক থেকে সুবিধা পেয়েছে ও লাভবান হয়েছে। চীন ও বাংলাদেশ পরস্পরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করেছে।
ওয়াং ই বলেন, ‘চীন-বাংলাদেশ সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিকে নতুন উচ্চতায় উন্নীত করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন