সি,পি,এ,এম, ইউকে-এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত এবং সালেহ আহমেদকে সভাপতি এবং সৈয়দ করিম রুমেলেকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন

  গত ১৪ই জানুয়ারি রোববার লন্ডনের কেমডেনের একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে বৃটেনের এথনিক মাইনরিটির মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় সংগঠন “ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকে” এর বার্ষিক সাধারণ সভা এবং আগামি ২ বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়। এতে সংগঠনের বিদায়ী সাধারণ স¤পাদক সৈয়দ করিম সায়েমের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমপর্বে বিগত ২০২২/২০২৩ সালের কার্যকরী কমিটির সমস্ত কার্যক্রম এবং বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব সকল সদস্যদের সামনে তুলে ধরা হয় । বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি মহোদয় মঞ্জুর উদ্দিন মোর্শেদ। সংগঠনকে এগিয়ে নিতে তাঁর কমিটির নানা চেষ্টার ও সাফল্যের কথা উল্লেখ করে তিনি সিপিএএম ইউকের কার্যকরী কমিটির ২০২২-২০২৩ মেয়াদ কালিন কমিটি বিলুপ্তী ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রস্তাব দেন। এতে উপস্থিত সদস্যবৃন্দের উন্মুক্ত আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠন করার আহবান জানান । নতুন কমিটিকে আগাম অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটি এই প্রাণের সংগঠনকে সঠিক লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে সালেহ আহমেদ-কে সভাপতি, সৈয়দ করিম রুমেলে-কে সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ রেজওয়ান রউফ রাজু, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মন্জুর হোসাইন, ক্রীড়া উন্নয়ন বিষয়ক সম্পাদক মির্জা জোনাক-কে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট ২০২৪/২০২৫ সাল মেয়াদের জন্য কার্যকরি কমিটি গঠন করা হয় । সভায় উপস্থিত ছিলেন সিপিএএম ইউকের প্রতিষ্ঠাকলীন আহবায়ক মুরাদ আহমেদ,সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ সহ উপদেষ্টা মন্ডলী এবং সাবক ও বর্তমান কমিটির সকল সদস্যবৃন্দ, এবং বিপুল পরিমান সাধারণ সদস্যবৃন্দ । সভার উপস্থিত সকলেই বিগত বছরের সাফল্য এবং আয়ব্যায় এর হিসেবে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে করণীয় বিষয়গুলোর উপর স্বতঃস্ফুর্ত ও গঠনমূলক আলোচনায় অংশগ্রহন করেন। আগামি বছরগোলাকে আরো সাফল্যমণ্ডিত করতে সিপিএএম ইউকের নতুন কমিটিকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন। নবনির্বাচিত কমিটির সভাপতি সালেহ আহমেদ শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংগঠনের অতীত কার্যক্রমের সফলতা তুলে ধরে বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানান এবং বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তার প্রস্তাব ও পরিকল্পনা তুলে ধরেন।

এরপর নতুন কমিটির সাধারণ স¤পাদক সৈয়দ করিম রুমেল তার বক্তব্যে বলেন বৃটেনে বাঙ্গালীদের মধ্যে সর্ববৃহৎ ক্রিকেট সংগঠন সিপিএএম ইউকে-কে সামনের দিকে এগিয়ে নিতে আমি সকলের সাথে সম্মিলিতভাবে কাজ করার প্রতিজ্ঞা দিয়েই শুরু করতে চাই।।তিনি নতুন কমিটির সকলের পক্ষ থেকে সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ তাদের শুভেচ্ছা বক্তব্যে খেলাধুলার মান ঊন্নয়ন সহ শিশুকিশোরদের খেলার ব্যবস্থা করে দেয়া, অসচ্ছল ক্রিকেটারদের সাহায্য করা সহ বিভিন্ন কর্মসূচি চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, বাংলাদেশের বাইরে বাঙ্গালীদের মধ্যে CPAM UK হচ্ছে সর্ববৃহৎ ক্রিকেট সংগঠন যার আওতায় রয়েছেন প্রায় কয়েক শতাধিক সক্রিয় ক্রিকেটার। ইউকের দশবারোটি বড় বড় শহরজুড়ে এই সংগঠনের কর্মকান্ড বিস্তৃত। উক্ত সংগঠন বিভিন্নধরণের সমাজ সেবামূলক কর্ম এবং আর্ত মানবতার সেবায় সর্বদাই সক্রিয়। অনেক নামীদামী ক্রিকেটারগণ এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই সংগঠনের সাথে সম্পৃক্ত। মূলত, ক্রিকেট বিনোদন নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হলেও এখন বহুমুখী প্রকল্প নিয়ে সংগঠনটির সেবার পরিধি বিস্তৃত।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন