ফিলিস্তিন ও ইসরায়েলের দ্বন্দ্বে সরব হয়েছিল বিশ্বের তারকা ফুটবলাররাও। ফিলিস্তিনদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানান সাবেক ফরাসি ফরোয়ার্ড করিম বেনজিমা। এ ঘটনার রেশ ধরে গত বছরের অক্টোবরে বেনজিমার বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের সম্পৃক্ততার অভিযোগ এনেছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। এতে দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন করিম বেনজিমা।
গতকাল এই ফুটবলারের আইনজীবী হিউজ ভিগিয়ের ফ্রান্সের বিশেষ আদালত কোর্ট ডি জাস্টিসে মামলা করেছেন।
সেসময় বেনজিমা সামাজিক মাধ্যম এক্সে লিখেছিলেন,'আমাদের সমস্ত প্রার্থনা গাজার বাসিন্দাদের জন্য, যারা আবারও এই অন্যায় বোমা হামলার শিকার হচ্ছে, যেখানে কোনো নারী বা শিশুও রেহাই পাচ্ছে না।' বেনজিমার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। এটাও বলেছিলেন যে, বেনজিমার সঙ্গে 'মুসলিম ব্রাদারহুডের কুখ্যাত সম্পৃক্ততা আছে।
'
এর আগেই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছিলেন বেনজিমা। আর এবার নিলেন আইনি পদক্ষেপ। মামলায় বেনজিমা উল্লেখ করেছেন,'মুসলিম ব্রাদারহুডের সঙ্গে কোনো রকম সম্পৃক্ততা কখনো ছিল না, এমনকি সংগঠনটির সদস্য কারও সম্পর্কে কোনো ধারণাও নেই।'
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন