গত বছরের শেষভাগে এসে আলোচনার শীর্ষে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও তাঁর নব নিবাহিতা স্ত্রী পিয়া চক্রবর্তী। দুজনের বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। দুই বাংলায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই জুটির বিয়ে। তাদের বিয়ের প্রসঙ্গে মুখ খুলেছেন বহু তারকা।
সবাই এই জুটির নতুন জীবনকে সমর্থন করেছেন। সেই দলে ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও। সম্প্রতি আবার পরম-পিয়ার বিষয়ে কথা বললেন অভিনেত্রী। জানালেন, তিক্ততা জিইয়ে রাখার অভ্যাস তাঁর নেই।
সবার সঙ্গে মিশে অভ্যস্ত তিনি।
কলকাতার একটি সংবাদ মাধ্যমে সাম্প্রতিক সাক্ষাৎকারে বেশ কিছু বিষয়ে কথা বলেন স্বস্তিকা। সেই কথোপথনেই ওঠে আসে পরম-পিয়ার প্রসঙ্গ। পরমের সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গে স্বস্তিকা বলেন, “পরমের কথা ভাবলে, ওর সঙ্গে কাটানো ভাল সময়টাই মনে পড়ে।
সেই জন্য হয়তো সে দিন বাড়ি ফেরার সময় ওকে জড়িয়ে ধরে বলতে পারলাম যে, ভাল থাকিস। ও বলল, বাড়িতে ডাকবে। পিয়াকে (চক্রবর্তী) আমি অনেক বছর ধরে চিনি। আমার খুব ভাল লাগে ওকে। পরমকে বললাম, ‘ডাকিস, তোর জন্য না হলেও পিয়ার জন্য যাব।
’ কারণ, পিয়ার স্বামী কে, সেটা আমার কাছে জরুরি নয়। আমি আসলে তেমন মানুষই নই যে, কাউকে জড়িয়ে ধরে ভাল থাকিস বলতে পারব না। কারও ভাল চাইতে কেন পারব না বলুন তো? আর কারও সঙ্গেই তো আমার মুখ দেখাদেখি বন্ধ বা যোগাযোগ বন্ধ হয়ে যায়নি। আমাদের পেশায় সেটা সম্ভবও নয়। কত জনের সঙ্গে তা হলে কাজ করব না বলুন? বাড়িতে বসে থাকতে হয় তা হলে।”
স্বস্তিকা মুখার্জি
সামাজিক মাধ্যমে এই জুটিকে নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। সেই প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ‘শুধু সমাজমাধ্যম নয়, আমাদের চারপাশেও তো প্রচুর আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী- সব জায়গাতেই নানা রকম লোক থাকে। তবে তাদের আমরা জীবনে সেই জায়গাটা দিই না যে, মুখের উপর কিছু বলতে পারবে। সব আত্মীয়দের কি আপনার ভাল লাগে? জানি, পিছন ঘুরলেই চারটে বাজে কথা বলবে! আগে ফিসফিস করে বলত, এখন সমাজমাধ্যমে জোর গলায় বলে। এ সব নিয়ে আমি ব্যস্ত হই না।’
পরমের সঙ্গে নিজের পুরনো সম্পর্কের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘পাঁচ-ছয় বছর বিয়ে হলে স্বামী-স্ত্রীও ভাই-বোন হয়ে যায়। আর ১৫ বছরে প্রাক্তন কি প্রাক্তনই থেকে যাবে? একই জায়গায় কাজ করি সবাই। তাদের ভাল-মন্দের মধ্যে মিশে আছি আমিও। অনেক বছর হয়ে গেলে কোনও ব্যক্তির মন্দগুলো আর মনে থাকে না। পরম বা সৃজিত যেই হোক, তাদের কথা যখন ভাবি, আমার কিন্তু ভালগুলোই মনে পড়ে। খারাপ মনে রাখলে আমাদেরই ক্ষতি। তিক্ততা জিইয়ে রেখে কী লাভ!’
এর আগে, স্বস্তিকার সঙ্গে পরমের সম্পর্ক বেশ আলোচনায় ছিল। ‘ব্রেক ফেল’ ছবির সেটে পরমব্রত ও স্বস্তিকার সম্পর্ক শুরু হয়েছিল। ২০১০ সালেই যদিও সেই সম্পর্ক শেষ হয়ে যায়। তবে এখনো ভাল বন্ধু হিসেবে রয়েছেন দুজন। একসঙ্গে কাজও করছেন।
২৭ নভেম্বর বিয়ে করেন পরমব্রত-পিয়া। শোনা যায় যে পিয়া ও পরমব্রতর ঘনিষ্ঠতার কারণেই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন অনুপম-পিয়া। তবে বরাবরই সেসব উড়ো খবর হিসেবে দাবি করেছেন পরম। তাদের মধ্যে শুধুই বন্ধুত্ব বলে দাবি করেছেন। জানা যায়, পিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের আগে ইকার সঙ্গে দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু করোনাকালে ভেঙে যায় সেই সম্পর্ক। এর পরই পিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। এ ছাড়া এক বিদেশির সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল পরমের।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন