সম্প্রতি বরিশাল থেকে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী পরীমনি। ঢাকায় ফিরেই ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছে অভিনেত্রীকে। ফুড পয়জনিংয়ে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যসহ পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি ছিলেন। বাকি সবাই সুস্থ হলেও রাজ্য ভীষণ অসুস্থ।
রাজ্যকে সুস্থ করতে কলকাতায় যাচ্ছেন পরীমনি। খবরটি জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই নির্মাতা জানিয়েছেন, ‘হাসপাতাল থেকে ছেলের চিকিৎসার জন্য সরাসরি কলকাতার পথে পরীমনি। পদ্ম (পরীর ছেলে) খুব খুব অসুস্থ।
তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই।’
হাসপাতালে ভর্তি রাজ্যের সঙ্গে পরীমনি
সকলের কাছে দোয়া চেয়ে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আপনারা সবাই পদ্মর জন্য, পরীর জন্য দোয়া বা প্রার্থনা করবেন।
যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।’
পরীমনির সঙ্গে কলকাতা যাওয়ার ইচ্ছে পোষণ করে তিনি লিখেছেন, ‘ইন্ডিয়ান ভিসা থাকলে সত্যি তোমার আর পদ্মের সঙ্গে এই পথের সাথি হতাম, আমাকে বলতে হতো না। তুমি তা জানো। আমি জানি, আমি সাথে গেলে তোমার অনেক আরাম হতো।
তোমাকেও এইভাবে ছেড়ে দিতে আমার ভালো লাগেনি। অনেক কান্না পাচ্ছে তোমাদের বিমানবন্দরে বিদায় দেবার সময়।’
তিনি আরো লিখেছেন, ‘পরী, আমি জানি তুমি ফাইটার। তুমি অনেক বুদ্ধিমতী, তুমি অনেক ধৈর্যশীল মানুষ। তুমি একাই সব পারবে। আমি শিওর। তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে আর গর্ব করবে। সাবধানে থেকো। তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমার সাথে সব সময় আছে, থাকবে।’
আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে পরীমনি অভিনীত ‘কাগজের বউ’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন ডি এ তায়েব, মামনুন হাসান ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন