ইতালিতে পাঠানোর নামে প্র তা র ণা : সিলেটে সেই প্র তা র ক কে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

পশ্চিম ইউরোপের দেশে ইতালিতে পাঠানোর নামে সিলেটের বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার হওয়া সুমন তালুকদার (৫৫) নামের প্রতারককে দুইদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

 

 

 

 

বুধবার (১৭ জানুয়ারি) আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত শুনানিতে বিজ্ঞ বিচারক দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

 

 

 

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন।

 

 

 

এর আগে ইতালিতে পাঠানোর নামে সিলেটের বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা আত্মসাত করেন সুমন।  এ ঘটনায় তাকে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ২টার থেকে ঢাকার আদালতপাড়া থেকে সিলেট কোতোয়ালি থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

 

 

 


সুমন তালুকদার ঢাকার ধানমন্ডি এলাকার ৪ নং রোডের ৩২  নং বাসার জে এন তালুকদারের ছেলে। সুমন ঢাকার নিউ ইস্কাটন বাংলা মোটর এলাকার হোম টাউন কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে থাকতেন।

 

 

 

জানা গেছে, ২০২২ সালের শেষদিকে ইতালিতে পাঠানোর নামে সুমন সিলেটের বেশ কয়েকজনের কাছ থেকে মোট ১৮ লাখ ৬৩ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে তিনি ইতালি গমনেচ্ছুদের সঙ্গে সময় ক্ষেপন ও নানা টালবাহান করতে থাকেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে একপর্যায়ে ভুক্তভোগিরা তাদের টাকা ফেরত চাইলে সুমন টাকা না দিয়ে তাদের নানা হুমকি-ধমকি দিতে থাকেন।

 

 

 

পরে সিদ্দিক আহমদ নামের এক ভুক্তভোগী গত বছরের ১৫ আগস্ট সিলেট আদালতে মামলা দায়ের করেন। সে মামলায় এক পর্যায়ে সুমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু পলাতক ছিলেন তিনি। নিজস্ব সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ঢাকার আদালতপাড়া থেকে সুমনকে গ্রেফতার  করে পুলিশ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন