ইংল্যান্ডের কেন্ট এলাকায় ১৮ মাস বয়সের এক শিশুকে হত্যার দায়ে মা এবং মায়ের বয় ফ্রেন্ডের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। শিশু আলফি ফিলিপ্স মারা যায় ২০২০ সালের ২৮ নভেম্বর। তাঁর দেহে ৭০টি আঘাতের চিহ্ন এবং ফুসফুসে কোকেনের আলামত পাওয়া যায়। মেইডস্টোন ক্রাউন কোর্টের বিচারক আলফির মা শান হেজেসকে ১৯ বছরের এবং তাঁর বয় ফ্রেন্ড জ্যাক বেনহামকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। কেন্টের ফেভারশাম শহরে একটি কেরাভানে মাদকাসক্ত হয়ে দুজন মিলে আলফিকে হত্যা করে।
পুলিস গ্রেফতার করতে গেলে হত্যার দায় অস্বীকার করে আলফির মা শান হেজেস।
কাছাকাছি আরেকটি স্থান থেকে গ্রেফতার করা হয় জ্যাক বেনহামকে। সেও হত্যার দায় অস্বীকার করে।
আলফির গায়ে মানুষের কামড়ের দাগ কীভাবে এলো- পুলিসের জিজ্ঞাসাবাদে এই প্রশ্নের উত্তর এভাবে দিচ্ছিল বেনহাম।
আলফির মৃত্যুর জন্য শান হেজেস এবং জ্যাক বেনহাম আদালতে একে ওপরকে দোষারোপ করছিল। কিন্তু জুরিরা আলফির মৃত্যুর জন্য দুজনকে দায়ী করেন। শুক্রবার আদালত তাদের শাস্তি ঘোষণা করেন।
দোষীদের শাস্তি ঘোষণার পর আদালতের বাইরে আলফির বাবা বলেন, গত তিন বছর তাঁর কেটেছে কঠিন বেদনায়।
আদালতের বিচারক বলেন, শান হেজেসের উচিত ছিল ছেলেকে নিরাপত্তা দেয়া। আর জ্যাক বেনহামই সম্ভবতঃ সবচেয়ে বেশী আঘাত করেছে আলফিকে।
এক বিবৃতিতে আলফির পরিবার বলেছে, ঘরের প্রতিটি কক্ষ আলোকিত করে রাখত আলফি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন