মৌলভীবাজার প্রতিনিধি \ বাংলাদেশ গার্ল গাইডস; এসোসিয়েশন মৌলভীবাজার সদর উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৮জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরের গার্ল গাইডস; এসোসিয়েশন মৌলভীবাজার সদও শাখার আয়োজনে বাংলাদেশ গার্ল গাইডস্ধসঢ়; এসোসিয়েশন মৌলভীবাজার সদর উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান মৌলভীবাজার গাইডস হাউসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সদও উপজেলা কমিশনার শাহিনা রহমান এর সভাপতিত্বে এবং সদর গার্ল গাইডস; এসোসিয়েশনের সাধারন সম্পাদক অপরাজিতার রায়ের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ধসঢ়; এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলি পুরকায়স্থ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর মাধ্যামিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, গার্ল গাইডস; এসোসিয়েশনেরজেলা কমিশনার বেগম নূরজাহান সুয়ারা,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, বাংলাদেশ গার্ল গাইডস্ধসঢ়; এসোসিয়েশন সিলেট অঞ্চলের ট্রেইনার শিরিন গুলশান আরা,সিলেট জেলা টেজারার শামিমা আক্তার নেভী। বক্তব্য রাখেন প্রধান হেমপ্রভা সিংহা,প্রভাসিণী সিংহা, নাজমা বেগম প্রমুখ। সদর উপজেলার সরকারি প্রাথমিক,ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাথীরা গ্রহন করেন। অনুষ্ঠান শেষে রেঞ্জার,হলদে পাখি, গার্ল গাইডস দল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
মৌলভীবাজারে সদর গার্ল গাইডস; এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন